সবাইকে শুভেচ্ছা...
নিউজ বাংলা ডেস্ক
রবিবার, ০৩ জানুয়ারি ২০১০
২০০১ সাল থেকে ইরানে গৃহবন্দি অবস্থা থেকে পালিয়ে ইরানস্থ সৌদী দূতাবাসে আশ্রিত ওসামা বিন লাদেনের মেয়েকে ইরান ত্যাগের অনুমতি দেয়ার জন্য তেহরানের কাছে অনুরোধ জানিয়েছে সৌদি আরব।
১৭ বছর বয়সী ইমান বিন লাদেন সম্প্রতি গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে সৌদি দূতাবাসে আশ্রয় নেয়। উল্লেখ যোগ্য যে সৌদী এক পত্রিকার উদৃতি দিয়ে ২ বিবিসি সুত্রে জানা গেছে ২০০১ সালে আফগানিস্থানে মার্কিন আগ্রাসনের পর ইমান ও তার পাঁচ ভাইবোনকে গৃহবন্দি করে রাখে ইরান। পত্রিকা আরও জানায়, বিন লাদেনের স্ত্রী, তার সন্তান ও লাদেনের চতুর্থ ছেলে ওমরের স্ত্রী জাইনা বিন লাদেনও তেহরানের উপকণ্ঠের ওই বাড়িতে অবস্থান করছেন এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সল বলেছেন, তার সরকার আল কায়দার পলাতক নেতা লাদেন-কন্যার মুক্তির ব্যাপারে ইরানের সঙ্গে আলোচনা করবেন। (সুত্রঃ বিবিসি)
মন্তব্যঃ বিশ্বজুড়ে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করতে গিয়ে জনাব বিন লাদেন হয়ত ভূলে গেছেন ধর্মের শুরু করতে হয় নিজ ঘর হতে। এই যদি জনাবের কন্যা সন্তানের চেহারা হয়ে থাকে তাহলে প্রশ্ন জাগতে বাধ্য, কোন অধিকারে উনার চেলা-চামুন্ডারা গোড়ালীর উপর পরনের কাপড় উঠলে আফগানিস্থানের মহিলাদের পশুর মত পেটাচ্ছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।