আমাদের কথা খুঁজে নিন

   

স্বরাষ্ট্রমন্ত্রী রাজাকারদের দাদার দাদা: কাদের সিদ্দিকীস্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান

মানব সেবাই আমার মূল ধর্ম বাংলানিউজ থেকে নেয়াঃ আলমগীরকে এবার রাজাকারদের দাদার দাদা বললেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। এদিনই চট্রগ্রামে তার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজাকার আখ্যায়িত করায় মানহানির মামলা দায়ের করেছেন এম এ তাহের নামের এক ব্যক্তি। মামলা দায়েরের বিষয়টি জানার পরই তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী শুধু রাজাকারই নয়, রাজাকারের দাদার দাদা। ’ আওয়ামীলীগ দেশ পরিচালানায় ব্যর্থ এমন মšত্মব্য করে কাদের সিদ্দিকী আরও বলেন, ‘২৬৫ সিট নিয়ে আওয়ামীলীগ ক্ষমতায় এলেও তারা ৯৯ ভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে।

’ নিখোঁজ ইলিয়াস আলী প্রসঙ্গে তিনি বলেন, ‘ইলিয়াসের মতো একজন জনপ্রিয় নেতা নিখোঁজ হলো অথচ সরকার এতোদিনেও এর সন্ধান দেয়নি। তাহলে সাধারণ একজন মানুষ যদি গুম হয় তার নাম ঠিকানা মানুষ জানবে কি করে?’ দুপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর মা সূর্যবান বিবির সঙ্গে দেখা করেন। এসময় সূর্যবান বিবি তার মাথায় হাত বুলিয়ে দেন। এর আগে ঢাকা-সিলেট মহাসড়কের রশীদপুর থেকে বিএনপি নেতা-কর্মীরা মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে কাদের সিদ্দিকীকে ইলিয়াস আলীর গ্রামের বাড়ি রামধানায় নিয়ে যান। উল্লেখ্য, গত মঙ্গলবার কাদের সিদ্দিকী সিলেটে আসেন।

এরপর শাহজালাল (র ও শাহপরাণ (র এর মাজার জিয়ারত করেন। সিলেট নগরীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানেও মিলিত হন তিনি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.