নিশীথ রাতের বাদল ধারা
প্রিয় বন্ধুকে চিরবিদায় জানানোর মত হৃদয় বিদারক আর কি কিছু আছে? ঘড়ির কাঁটার টিক টিক গুনছিলাম কি এক অস্থিরতায়--আর বেশিক্ষন বাকি নেই-- তোমার যাবার সময় ঘনায় দ্রুত। রিকশায় বসে খুব ইচ্ছে করছিলো তোমার হাত ধরতে--আর কোনদিন তো সেই সুযোগ আসবে না। কিন্তু আমি জানি তুমি ভীষণ রেগে যেতে। বলতে, মিথ্যে ভান তোমাকে মানায় না। সত্যি ভান ছিলোনা ইচ্ছেটায়।
ছিল কি অদ্ভুত এক বাঁধা আর দোটানা--বলতেই পারলাম না মুখ ফুটে!
সারা বিকেল তোমার মধ্যে ছিল্ হাজার অনুভূতির খেলা--রাগ, অভিমান, বিস্ময়, অনুনয়, বোধ, ভাললাগা, দৃঢ়তা, অসহায়তা--সবকিছু। নিজেকে এত তুচ্ছ আর ক্ষুদ্র মনে হচ্ছিল! কিন্তু তুমি তো জানো আমার উপায় ছিল না কোন--মনের কোন পরতে যে লুকিয়ে আছে আমার চরম দূ্র্বলতা--তার ভয় আর দ্বিধাকে উপেক্ষা করার ক্ষমতা আমার নেই। আমাদের মাঝখানের কায়াহীন সেই ছায়াকে স্বীকার করে নেবার দৃঢ়তা নেই আমার--আজীবন তার সাথে লড়াই করে আমি ক্লান্ত। আমার অসহায়ত্ব ক্ষমা করো। ক্ষমা করো।
ভাল থেকো অনন্তপ্রহর হে চির সুহৃদ আমার। হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোন খানে, তার ছায়াহীন সেই কল্পনার জগতে নিশ্চয় বারংবার দেখা হবে তোমার সাথে। আমি জানি হবেই হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।