আমাদের কথা খুঁজে নিন

   

হে বন্ধু, বিদায়

পৃথিবীর একমাত্র কার্টুনিস্ট, যে কিনা সামহোয়ার ইন ব্লগে ব্লগিং করে...

বন্ধু আমার, তোমাকে হারিয়ে খুব কষ্টে আছি। ঘটনার শুরু সেই সকালে, যখন বৃষ্টি মাথায় নিয়ে শেওড়াপাড়ায় বিকল্প ৩৬ নাম্বার বাসের জন্য দাড়ালাম, তখনই তুমি একটু পরশ বুলিয়ে দিলে, আমি বেশ বিরক্ত হলাম। উফ, আসলেই তোমার কোন কান্ডঞ্জান নেই। (এহেন মনোভাবের কারনে আমি এখন যারপরনাই লজ্জিত) বাসের জন্য ৪০-৫০ মিনিট দীর্ঘক্ষণ দাড়িয়ে থেকে অবশেষে বাসে উঠলাম, তুমিও এলে সাথে সাথে, উফফফফ ...। রাস্তায় তুমি আমার আরো কাছে এলে, আমি আর সইতে পারলাম না, বাসের পেছনটা বেশ ফাকা হয়ে গেছে, তোমাকে নিয়ে তাই বাধ্য হয়ে পেছনে গেলাম।

কিন্তু পারলাম না, কনট্রাক্টর ব্যাটা কেমন যেন সন্দেহের চোখে তাকাচ্ছে। তাই বাধ্য হয়ে তোমাকে চেপে ধরেই বাইরে তাকিয়ে থাকলাম। আজিমপুরে বাস থেকে নেমেই একটা রিকশা নিয়ে সোজা ডিপার্টমেন্টে, তুমিও সাথে সাথে এলে। তাড়াতাড়ি টয়লেটে ডুকলাম, চেইনটা খুলতেই ছড়ছড় ছড়ছড়, কি আরাম, চলে গেলে তুমি। কিন্তু হায়, তুমি চলে যেতেই বুঝলাম, তোমাকে যে আমি হারালাম।

এতক্ষণ , প্রায় ২ ঘন্টা আমাকে যে তুমি সঙ্গ দিলে, সেই তুমি আর নেই, কি যে কষ্ট পেলাম!! সান্তনা শুধু একটাই, যাবার আগে তুমি বলে গেলে, আবার আসবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।