আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেকিং নিউজ: নীলক্ষেতের বইয়ে আগুন

নিজেকে জানতে পারলে বদলে দিতে পারবে আমার এই দেশটিকে। ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠায় প্রয়োজন ডিজিটাল কিছু মানুষের। তাহলেই গড়ে উঠবে একটি স্বপ্নময় দেশ।

আজ বিকেল ০৫.৪৫ মিনিট। মনের মাধুরী মিশিয়ে হয়তো লিখতে পারব না, তারপরও না বলে থাকতে পারছি না।

বাস থেকে নীলক্ষেতে নেমেই দেখি বিশ্ববিদ্যালয়ের ছাএরা সংঘর্ষে উন্মাতাল। তাদের মধ্যে কেউ নীলক্ষেতের দোকানগুলো পিটিয়ে ভাঙছে, কেউ ইটা ছুড়ছে, কেউ খালি খালি গেউ গেউ করছে। ##########তবে সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো- ছাএদের মধ্যে কিছু সংখ্যক ছাএ অনেকগুলো বইয়ে আগুন ধরিয়ে দিলো আমার নিজের চোখের সামনে আর কিছু ছাএ মহোদয়গন বাছাই করে করে কিছু বই নিজের বগলে নিচ্ছে। বড্ড খারাপ লাগলো, মনে হলো আকাশ থেকে পড়লাম; তবে না- পরক্ষনেই লজ্জায় মাথা নত করে অন্য রাস্তা ধরে হলের দিকে পা বাড়ালাম। অন্যদিকে আমার কয়েকশো পুলিশ ভাইজানেরা সারি বেঁধে কাধে কাধ মিলিয়ে ঠায় দাড়িয়ে আছে আর কিছু সংখ্যক পুলিশ ছাএদের কিছু না বলে দোকান শ্রমিকদেরকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে।

এই বিশ্ববিদ্যালয়ের ছাএদের যদি হয় এহেন অবস্থা--------- তাহলে শিক্ষার হবে কোন অবস্থা ? এ কথা ভাবতেই চোখ অন্ধকার হয়ে আসে---- কেন ? দোষটা না হয় শ্রমিকদেরই দিলাম; কিন্তু তাই বলে কি এই অবস্থা ! এই বিশ্ববিদ্যালয়ের ছাএ হয়ে যেখানে আজ গর্ব করছি, এই তার পরিণতি ! বি:দ্র: ছবিগুলো না দিতে পারার জন্য দু:খিত। আজ বিকেল ০৫.৪৫ মিনিট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.