_________________সেলাই গাছের কারখানা _______________________________________
কে হতে চায় বলো ব্যথার দোসর
সৈয়দ আফসার
আমার এ-দুটি চোখের ছোট্ট জমিখানির যে ক্ষীণ ঝরনাধারা সেখানে এখন আর জল নেই; স্তুপ বেঁধে বসে আছে লবণের স্তর; ব্যথার বেদিতে আর পোড়াবে না অঙ্গুলি তুমি হও ছাইহীন ওম! আমাদের প্রস্তুতি পাঠ শেষে একা একা হাঁটে এখন ভাঙনের সুর
প্রসাদ গড়েছো এতটা দূরে, যেখানে অপেক্ষা পুষে রাখার ছলে সাহস কুড়াই। ও-মন, সেলাই করে নাও খোলা-ঠোঁটের আদর! না-হলে কী করে খুঁজে পাবো বিষণ্ণকথা... ব্যথার দোসর
তবে কী ছিল ভুল এতকাল... অতঃপর চিরকাল কি করে যাব-- শুধু ভুল-ই সাধন। হৃদয় গহীনে যে কন্টক গাঁথা তার-তো উদ্দার নেই; স্মৃতির অলিন্দে কেনো দাও বার-বার হানা; নির্জন ক্ষণে তাহার স্পর্শ আঁকা সব পথে-পথে; তবে কী আমি আর কোন পথে হাঁটবো না!
_________________________________
লেখাটি অর্কিড সূচনা সংখ্যায় প্রকাশিত। ফেব্রুয়ারি২০০০।
একটু সংযোজন হল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।