অহংকার মানুষের পতন ঘটায়, আর বিনয় মানুষের মাথায় সম্রাটের মুকুট পরায়
দেখতে দেখতে আর একটা বছর পার করে ফেললাম । এক একটা বছর যায় আর আমার কাছে ঐ গানের কথাটা খুব মনে পড়ে ,
আগে কী সুন্দর দিন কাটাইতাম
তা এবার থার্টিফাস্টে আমার কাজ ছিল সকাল থেকেই । এখান কার আমার ২ -১টা বন্ধু যারা আছে তারা সবাই বলছে সেদিন যেন কাজ না রাখি ,কিন্তু বস আমাকে ছুটি দেয় নাই । তাই চাকরী বাচাতেই বস এর কথা রাখলাম । তা বসকে বললাম ,আজকে আমাকে একটু তাড়াতাড়ি ছুটি দিতে হবে ।
বস বলল ,আচ্ছা ঠিক আছে ।
যথা সময় কাজ শুরু করলাম । যখন ঘড়িতে ৯টা বাজল তখন আমার বন্ধুরা ফোন দিচ্ছে তাড়াতাড়ি আসার জন্য ,আমি বসকে বললাম আমার ছুটির কথা ,বস আমাকে কয় ,এখন কেমনে যাইবা ?কাজ তো শেয হয় নাই ।
আমি বললাম ,বস সবাইকে ছুটি দিলা আমি কি দোষ করলাম ।
বস কয় ,তুমি একমাএ মানুষ যে পুরাটা একলা কাভার দিতে পারবা ।
আমি মনে মনে কইলাম শালা তেল মার ,তোমারে দেখাইতাছি মজা ।
আমি আর কোন কথা বললাম না । মনটা পুরা বিল্লা হইয়া গেল ।
যখন ঘড়ীর কাটা ১০:৩০ তখন বস আইসা আমারে কয় ।
একটু তাড়াতাড়ি কাজ শেষ কর ,
আমি কইলাম কেন?
বস বলল,আমার গার্লফ্রেন্ড আইছে ,এখনই যাওয়া লাগব ।
আমি তো মনে মনে কইলাম ,পাইছি সুযোগ ।
তখন আমি এত আস্তে আস্তে কাজ শুরু করলাম যা বলার অপেক্ষা রাখে না ।
বসতো আমারে কিছু কইতেও পারতাছে না ,আবার সইতেও পারতাছে না ।
তার গার্লফ্রেন্ড ঐ দিকে তাড়াতাড়ি করতে বলতাছে ।
বস আইসা পারলে আমার হাতে ধরে ,শেষে না পাইরা কয় ,
তুমি কী কোন এলকোহল চাও ।
আমি বললাম, না ,
আমি কাজ করতাছি ।
শেষে না পেরে আমাকে রেষ্টুরেন্টের চাবি আর ২০ পাউন্ড হাতে দিয়া কয় ,
প্লিজ রেষ্টুরেন্ট বন্ধ করে চাবি তোমার কাছে রাখ ,বলেই দৌড় ।
পরে আমি ১১:৪০ এ বন্ধ করে এসে বাসায় ঘুম দেই ,
এই হল আমার থার্টিফাস্ট নাইট ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।