একটা বছর শেষ হয়ে যাচ্ছে আজ । আজকের সূর্যাস্তই হবে এই বছরের শেষ সূর্যাস্ত । কিন্তু আমি এটাই আজো বুঝলামনা আজকের দিনকে এতো আন্দের সাথে উর্যাপন করার কি আছে । জীবন থেকে আরেকটি বছর চলে যাচ্ছে ব্যর্থতার সাথে । জীবনের আয়ু থেকে আরেকটি বছরের ইতি ঘটলো ।
এটা তো দুঃখের বিষয় । বরং ভাবুন কি কি ভুল করলাম এই বছর । আর প্রতিজ্ঞা করুন এগুলো আর করবেন না । আর প্রার্থনালয়ে যান । ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আগত বছরটা ভালো কাটে ।
অপনারা বলবেন যে এর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে । তবে আমি বলবো থার্টিফাস্ট বলেন কেন । ওয়ান ওয়ান বা ওয়ান জানুয়ারী বলতে পারেন না ? বাংলা বছরকে তো আমরা পহেলা বৈশাখ বলি । কই ৩১ চৈত্র তো বলিনা । অনেকে বলেন আনন্দের সাথে আমরা নতুন বছরকে স্বাগত জানাই যাতে পুরো বছরটা এইভাবে আনন্দে যায় ।
সেটা ভালো কথা । তবে মদ খেয়ে মাতলামী করেন কেন যাতে পুরা বছর মাতলামি করা যায় তাই জন্য ? সবার আগামী বছরটা ভালো কাটুক । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।