আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি বাসার সবচেয়ে বড় সন্তান? তাইলে দুইখান কথা আছে .....

Everyone is entitled to my opinion.

আপনি যদি পরিবারের সবচেয়ে বড় সন্তান, বা একমাত্র সন্তান বা ছোট থাকতেই দ্বিতীয় বা তৃতীয় থেকে বড় সন্তানে উন্নীত হয়েছেন তাহলে দেখেন তো নিচের বৈশিষ্ঠ্যগুলোর সাথে আপনার বৈশিষ্ঠ্য মেলে কিনা? বড় না হলেও অসুবিধা নাই, আপনার জন্যেও কিছু বৈশিষ্ঠ্য দেয়া আছে, মিলিয়ে নিন। খুবই ইন্টারেস্টিং একটা বই পড়ছি। বইটার নাম "Born to Rebel - Birth Order, Family Dynamics, and Creative Lives". বইটার লেখক Frank J. Sulloway যিনি বিখ্যাত MIT ইনিস্টিটিউটের একজন প্রতিথযশা ইতিহাসবিদ। ২৬ বছর ধরে গবেষনা করে ষোড়শ শতাব্দী থেকে বিংশ শতাব্দির মোট ৬৫৬৬ জন বিজ্ঞানী এবং ঐতিহাসিক ব্যক্তিত্বের একটি ডাটাবেজ তৈরী করেছেন তিনি তার গবেষণার মূল সূরটি ছিলো, কেন একই পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ভাইবোনদের চারিত্রিক বৈশিষ্ঠ্যে বিশাল পার্থক্য দেখা যায়? এমনকি অনেক সময় আলাদা পরিবারে বড় হওয়া দুজনের থেকেও এই পার্থক্যগুলো অনেক বেশি। কেন একই পরিবারের একজন কতৃত্ত্বের প্রতি অনেক বেশি সহনশীল যেখানে আরেকজনের মধ্যে বিদ্রোহী ভাব লক্ষ্য করা যায়? আর লেখকের গবেষণায় এটাই প্রমাণিত হয় যে পরিবার আসলে কোন " shared environment" না বরং একই পরিবারের সদস্যদের কাছে ঐ পরিবার "a set of niches" সরবরাহ করে যার ধরণটা একেক সদস্যের কাছে একেক রকম।

মূল কথা হলো ভাই-বোনদের মধ্যে এই যে ব্যক্তিত্ব্যের বা চারিত্রিক বৈশিষ্ঠ্যের পার্থক্য তার কারণ হলো ছোটবেলা থেকেই ভাই বোনেরা বাবা-মায়ের বিশেষ আনুকূল্য লাভের আশায় বিভিন্ন স্ট্রাটেজি গ্রহণ করতে শিখে। যেটা পরবর্তি কালে তাদের বৈশিষ্ঠ্যে পরিণত হয়। ২৬ বছরের গবেষণাকে কে এক লাইনে প্রকাশ করাটা বাড়াবাড়ি হয়ে গেলেও বক্তব্য সংক্ষিপ্ত রাখার জন্য সেটাই করলাম। তবে এবার দেখা যাক Frank Sulloway'র গবেষণা থেকে পরিবারের বড় সন্তানের সাথে অন্যান্য ভাইবোনের কিছু (সব নয়) চারিত্রিক বৈশিষ্ঠ্যের পার্থক্য কিরকম হয়ে থাকে। পরিবারের বড় সন্তানের বৈশিষ্ঠ্য: ১) বেশি কতৃত্বপরায়ণ ২) সামাজিক বা দলগতভাবে প্রভাবশালী ৩) উচ্চাকাঙ্ক্ষী ৪) পদমর্যাদা সম্পর্কে অতি মাত্রায় সচেতন ৫) আত্মরক্ষামূলক আচরণ ৬) দায়িত্বশীল এবং সাফল্যমূখী ৭) আত্মবিশ্বাসী ৮) শত্রুভাবাপন্ন এবং প্রতিক্রিয়াশীল ৯) গায়ের জোর খাটাতে পছন্দ করে ১০) বাবা-মা'র ইচ্ছা, মূল্যবোধ, এবং মানদন্ডের প্রতি বেশি বেশি অনুগত ১১) স্কুল এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে সফল হয়ে থাকে ১২) ছেলেদের মধ্যে রাগ এবং প্রতিশোধপরায়ণতা বেশি দেখা যায়।

পরিবারের ছোট (২য় থেকে ..) সন্তানের বৈশিষ্ঠ্য: ১) স্ট্যাটাস কুয়ো' বা বর্তমানে কোন কিছু যেভাবে চলছে তাকে প্রশ্নবিদ্ধ করে। ২) সময়ের সাপেক্ষে সেকালের পূর্বানুমান বা অনুসিদ্ধান্তকে বিরোধীতা করতে পছন্দ করে। ৩) Become(s) bold explorers, iconoclasts, and the heretics of history (সঠিক অনুবাদ হবে না বলে ইংরেজিটাই রেখে দিলাম। ) ৪) সামাজিক ভাবে বেশি সাফল্যলাভ করে ৫) অতিরিক্ত আদরে স্বভাব নষ্ট এবং অলস হয়ে থাকে ৬) অনেক বেশি পরোপকারী, সহানুভূতিশীল, এবং বন্ধয়বৎসল হয় ৭) এবং উপরে উল্লেখিত বড় সন্তানের বিপরীত বৈশিষ্ঠ্য গুলি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।