আমাদের কথা খুঁজে নিন

   

বুনোফুল ও আরও কিছু ম্যাক্রো ফটোগ্রাফির প্রচেষ্টা

দ্রোহ আর বিদ্রোহের ফিনিক্স

Wild Flower's Song - William Blake As I wandered the forest, The green leaves among, I heard a Wild Flower Singing a song. "I slept in the earth In the silent night, I murmured my fears And I felt delight. "In the morning I went As rosy as morn, To seek for new joy; But oh! met with scorn." পথ চলতে গিয়ে চোখ এড়িয়ে যায় বুনোফুলের দল। একটুকু মনযোগেই সৌন্দর্যের অপার আধার...... ------------------------------------------------------------------- কুমড়ো ফুলের বড়া খেতে চাইলে ভুল হবে, এটি অতি ক্ষুদ্র এক বুনো ফুল মন্দিরের ঘন্টার মতই অতি চেনা শিম ফুল এই ফুলে নয়, ফলের মাঝে নাকি ভূত লুকিয়ে থাকে সরষে ফুলের রেণু মুখে মাখেনি কে? -------------------------------------------------------------------- অন্যান্য -------------------------------------------------------------------- যদি হই চোঁর কাঁটা ওই শাড়ীর ভাঁজে...... মাঠের ফসলে.... সোনালী স্বপ্নের হাতছানি অথচ জীবন যেন এমনই ছিন্নমূল হয়ে পড়ে থাকে... একা এবং অনেকের মাঝেও কে যে আমাদের পিঁপড়ে করে রাখে নখাগ্রে! ঈশ্বর নাকি প্রকৃতি? জীবন কখনো ফুল..... কখনো বা পোড়া সিগারেট!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।