আমি দেখেছিলাম কুসুমঝরার এক বুনোফুলকে
চোখের চাউনেতে যেন নিঃশ্বার্থ আবেদন
অথচ কী এক মায়ার টানেই না ও আমাকে
কাছে টেনে নিয়েছিল।
ইচ্ছে করেই প্রতি সন্ধ্যায় ওকে দেখতে যেতাম
অপলক চেয়ে থাকতাম ওর কালো দুটি চোখের দিকে
ও শুধু চোখ নামিয়ে হাসত কিছুই বলতনা
কেন যেন বুঝেনি ও “না” মানেনি।
সময় বাড়ে, দৃশ্যপটে ওঠে নতুন সূর্য
কুসুমঝরার বুকেও পরিবর্তন আসে
বেলা পড়ে যায়,জেগে ওঠে চর
তারপর, বুনো ফুলকে দেখার গল্প শেষ হয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।