আমাদের কথা খুঁজে নিন

   

টাকার চাহিদা

মন খুলে কথা বলুন....

সুখের স্বপ্ন আর- হঠাৎ জেগে উঠা বহু সখ স্যাঁত স্যাঁতে হয়ে উঠে ছল ছল আঁখি জলে টাকা শুধু ধ্বংস করে এ কথাটি কে বলে? এহেনো সমাজ সেতো শুধু টাকা দিয়েই চলে। হায়রে টাকা! যার চাহিদা কভু হয় নাকো ফাঁকা। এর-ই অভাবে অনেক জীবনই পায়না খুঁজে তার ছন্দ, দারিদ্রতায় পিষ্ঠ হয়ে জীবনে লেগেই থাকে দ্বিধা আর দ্বন্দ্ব। অর্থহীন জীবনে- নেই কোনো আনন্দ। অনেকেই বিপথে যায় অধিক টাকায়, কেউবা আবার অনুগামী হয় সেটাই না থাকায়।

টাকা ছাড়া সুখ নেই নেই কোনো সম্মান, এ যে কোনো কল্পকথা নয় আমি-ই তার জ্বলন্ত প্রমাণ। মুছে গেছে কত স্বপ্ন বিলীন হয়েছে কতো কল্পনা কতোনা রঙে রঙিন ছিল অগুছালো সেই স্বপ্নগুলো যেন তুলির ছোঁয়ায় সদ্য আঁকা আলপনা। কতো ইচ্ছেই অপূর্ণ থেকে যায় না পাওয়ার বাসনায়, বলি বলি করে বলা হয় না অনেক কথাই বাস্তব রুপ নেয় তা শুধুই কল্পনায় এ চাহিদার নেই কোনো সমাপন পর হয়ে যায় অনেকেই, হোক না সে যতই আপন। তাইতো আমি টাকা চাই অনেক দেখেই বুঝে নিলাম টাকা ছাড়া সুখ নাই। বাঁচতে গেলে লাগে টাকা, মরতে হলেও টাকা টাকা ছাড়া এ সংসারে- জীবনই ফাঁকা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.