জনৈক মহিলা হযরত আবূ হানীফা (র) এর দোকানে একটি কাপড় নিয়ে গেল এবং বলল, আপনার কাপড়ের সাথে এ কাপড়টিও বিক্রি করিয়ে দিন। ইমাম আযম প্রশ্ন করলেন্, কাপড়টির মূল্য কত? মহিলাঃ একশত টাকা। ইমাম আযমঃ তা তো খুব কম হয়ে যায়। মহিলাঃ তাহলে দুই শত টাকা। ইমাম আযমঃ এ মূল্যও খুব কম হয়ে যায়। মহিলা এ কথা শুনে অবাক হয়ে রইল। ইমাম আযম তার অবস্থা আঁচ করতে পেরে বললেন্, কাপড়টির মূল্য পাঁচশত টাকার কম হবেনা। মহিলাঃ মনে হয় আপনি আমার সাথে বিদ্রূপ করছেন্। ইমাম আযম তখন পাঁচশত টাকা তার হাতে তুলে দিয়ে কাপড়টি নিজের কাছে রেখে দিলেন্। (উকূদুল জুমান-২৪৩)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।