www.cameraman-blog.com/
গতকাল আমি আর আমার এক বন্ধু আইডিবি ভবনে গিয়েছিলাম কিছু ছোটখাট কেনাকাটার উদ্দেশ্যে। কেনাকাটার ফাকে ফাকে দেখছিলাম আর দাম করছিলাম নানা জিনিস। আমার ঝোঁকটা ছিল মূলত ক্যামেরার দিকে, কারণ অদূর ভবিষ্যতে একটা ক্যামেরা কেনার ইচ্ছা আছে।
৪ তলার এক দোকানের ডিসপ্লেতে একটা পরিচিত ক্যামেরা দেখে দাম জানতে চাইলাম। দাম ২১ হাজার ৫০০ টাকা।
আর মডেল হলো সনির সাইবার শট এইচ ২০। দামটা আবার জিজ্ঞাসা করলাম। একই উত্তর। অথচ গত কোরবানীর ঈদের আগে রাইফেল স্কয়ারের সনির শোরুমে এটার দাম দেখেছিলাম ৩৪ হাজার ৪৯০ টাকা। পত্রিকাতেও বিজ্ঞাপন এসেছিল।
RANGS এবং আইডিবিতে যারা বিক্রি করছে তারা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে।
৪ তলারই আরেকটি দোকানে এর দাম ২২ হাজার টাকা। এখন প্রশ্ন হলো দামের এই বিপুল পার্থক্য কেন। ৫০০ টাকা হেরফের মেনে নেয়া যায়, কিন্তু ১৩ হাজার টাকা !!! এটা তো মগের মুল্লুক দেখা যাচ্ছে।
কয়েকজনের সাথে কথা বললাম এই নিয়ে।
দু'ধরনের বক্তব্য পেলাম। ২ জন বললেন রাইফেলস স্কয়ারের গুলি মেড ইন জাপান, তাই দাম বেশী। আর বাকি সবার মতে এটা RANGS এর অতি মুনাফা লোভের কারণে হয়েছে। তারা মেড ইন জাপান, অরিজিনাল ইত্যাদি বলে আম-জনতাকে বিভ্রান্ত করে মুনাফা করছে বেশী। সবই আসলে এখন আসছে চায়না থেকে।
অরিজিনাল মেড ইন জাপান এর জিনিস আসলে এখন আর আসে না।
তাহলে ১৩ হাজার টাকার ঘাপলাটা কোথায় ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।