ক)তুমি কি কোনদিন পাখীর পালক পড়ে থাকতে দেখেছো?
পাখি উড়ে গেলে পড়ে থাকে পালক তার।
মানুষ চলে গেলে থাকে শুধু স্মৃতিরা।
তবু আমার কেবলি মানুষ হতে ইচ্ছে করে!
খ)বুকের অভিলাষ খুড়ে দেখি
একরাশ না বলা কথারা চুপ বসে আছে।
কথাদের ও মালা হয়।
সেই মালায় শিউলী ফুলের সুবাসিত সৌরভ থাকে!
গ)যেখানেই যাও।
যতদুরে যাও তুমি!
তোমার নিঃশ্বাসে মিশে থাকি আদ্র হয়ে।
বেঁচে থাকা কেমন অদ্ভুত মনে হয় ,শুধু তোমার নিঃশ্বাসে মিশে থাকলেই!
ঘ)তোমাকে না দেখলে মনে হয় পৃথিবীটা রং হীন হয়ে আছে।
তুমি কাছে থাকলে মনে হয় রংধনু রং সারাবেলা।
বুকের কাছে, মনের কাছে ময়ূর হয়ে থেকো।
শুধু আমারি জন্য।
ঙ)ফুল এর গন্ধ বেশী নাকি কুঁড়ির?
পাতার সবুজ বেশী নাকি দূর্বাঘাসের?
তোমার মন এর রং খুঁজতে খুঁজতে হারালাম অজস্র দুপুর!
চ)বনলতাসেনের জন্য জীবনানন্দ
নাকি জীবনানন্দের জন্য বনলতা?
যে দু'চোখ দেখেনি চোখ বহুদিন।
সেই দু'চোখের জন্যই অপেক্ষার সানাই বাজে বুকে!
ছ)দু'হাতে ধরে রাখি প্রার্থনার ভাষা।
কতগুলো মহাদেশ পার হলে আবার তুমি?
কতগুলো রাজপথ পার হলে আবার আমি?
নক্ষত্র চিনে চিনে আমাদের দেখা হবে আবার অন্য কোনদিন!
জ)দুরের বিলবোর্ডের দিকে চোখ রাখি।
এক একটা শব্দকে সাজাই নিজের মতন।
পলকেই হারাই পলকের সুখ।
শুধু তোমার জন্যই!
ছবির লিন্ক:
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।