স্বত্ত সংরক্ষিত
তাঁরা চুপিচুপি-তারা চুপচাপ
তারা চুপচাপ বুলি কপচান
আতর মাখেন খুব কড়া করে
সব গন্ধই ঢাকা পড়ে যায়
বিশ্ববয়াটে কয়েক ছোঁড়া হাতের চেটোয়
খেলছে কাবাডি;রিক্সাওলা সলিম কিংবা
পান দোকানে মাধব-সব সুনসান,
সব চুপচাপ।কচুপাতা'র জলে সব পাপ
ছাতের তলায়,শ্যাঁওলা ধরা ইটের নিচে
চাপা পড়ে যায়।
ফ্যাকাসে সব শ্বেত স্যাঁতস্যাঁতে।
চৌকোণা খোপে এখান ওখানে
বিড়ির টুকরো,চা-কাপে জমা ছ্যাঁতলা পড়া
রোগ-জীবাণু এবং মানুষ যৌথ সহবাসে।
পার্টি অফিস ঝাঁ-চকচকে,আলিশান গাড়ি
বাড়ির সামনে;তাঁরা চুপচাপ।
চিলতে আলোয় কতগুলি মুখ আবছা ভীষণ
গল্প বোনে ভবিষ্যতের,কাব্যি করে,
পালটায় দিন!আসলে এসবই
গল্প-আড্ডা ম্যাড়ম্যাড়ে দিনে সামান্য বিনোদন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।