আমাদের কথা খুঁজে নিন

   

খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই, কেউ হারবে কেউ জিতবে এটাই স্বাভাবিক, এজন্য অধিনায়ককে দোষারূপ করা ঠিক নয়।

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

খেললে জয়-পরাজয় থাকবেই! কেউ হারবে কেউ জিতবে এটাই স্বাভাবিক, এজন্য অধিনায়ককে দোষারুপ করার মানসিকতা আমাদের পরিবর্তন হবে কবে? কয়েকদিন আগে আবাহনী-মোহামেডানের শ্বাসরোদ্ধকর এক খেলার ফয়সালা হয় শেষ বলে। ঐ মুহুর্তে যে কেউ জিততে পারত। শেষ বলে খেলার নিশ্পত্তি হয়। মোহামেডান জিতলো আবাহনী হারলো। মোহামেডান চ্যাম্পিয়ান হয়।

হয়ত এর উল্টোটাই হতে পারত। বরং দর্শক দারুন উত্তেজনা পূর্ণ একটি খেলা উপভোগ করল। আর শেষ মুহুর্তে খেলার এ উত্তেজনা নিয়ে আসেন রানা নাভেদ। এসব মুহুর্তে একজন ক্যাপেটনকে অনেক ঝুকির্পূণ সিদ্ধান্ত নিতে হয়। এতে কখনো সফলতা আসে কখনো হয়ত আসে না।

এটার জন্য একমাত্র ক্যাপ্টেনকে দোষারুপ করা উটিত হয়। খেলাকে খেলা হিসাবে দেখা উচিত। আমাদের সাকিব একজন বিশ্বমানের খেলোয়াড়, এ বয়সে তার অর্জন অনেক। তার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। একজন বিশ্বমানের খেলোয়াড় নিয়ে অনবরত সমালোচনা, কটুক্তি, জাতীয় দলের ক্যাপ্টেন থেকে বাদ দেওয়া উচিত, এধরনের কথা বলে একজন খেলোয়াড়কে মানসিকভাবে বিপযস্ত করার মানে হয় না।

সামনে তিন-দেশীয় টুর্নামেন্ট। এতে তার প্রভাব পড়তে পারে। যে ছেলের হাত ধরে আমাদের দেশ বিদেশের মাটিতে প্রথম টেষ্ট ও ওয়ানডে সিরিজ জিতে। যে ছেলে দলকে সামনে থেকে নেতৃত্ভ দিয়েছেন। তার ব্যপারে আমাদের সকলরেই সতর্ক হওয়া উচিত।

সতর্কতার সাথেই কথা বলা উচিত। আমার মনে হয় অনেক হয়েছে, সাকিবকে তার মত করে খেলতে দেওয়া উচিত। তার কাছ থেকে আমাদের অনেক পাওয়ার আছে। শুভ হোক বাংলাদেশের আগামী দিন। ভাল খেলুক আমাদের সাকিব, ভালো করুনক প্রত্যেকটি খেলোয়াড়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।