আমাদের কথা খুঁজে নিন

   

আইজকা কত হাজার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হইলো?



আইজকা প্রাথমিক সমাপনি পরিক্ষার রেজাল্ট দিছে। সেইটা আবার ওয়েবে দিবো কইয়া http://www.dpe.gov.bd/ নামে সাইটও খুলছে। মজিলা দিয়া খুলতে গিয়া দেখি সাইটরে এটাক সাইট হিসাবে ব্লক করা হইছে। ইন্টারনেট এক্সপ্লোরার দিয়া ওপেন করলাম। মাশাল্লাহ, মাইক্রোসফট কাগুরা কিছ্ছু কইলো না। কিন্তু সাইট ওপেন কইরা তো পুরা ধরা খাইয়া গেলাম। এন্টি ভাইরাস দেখি ভাইরাস এলার্ট দিতে শুরু করলো। যাউক, বাইচা গেলাম, ভাইরাস আমারে ধর্তে পারে নাই। কিন্তু কাগুরা, যেরা নতুন এন্টি ভাইরাস ব্যবহার করে নাই আবার ইন্টারনেট এক্সপ্লোরারও ব্যবহার করছে তাগো কি অবস্থা আল্লা মাবুদ জানে। কতা অইলো দেশের মানুষরে এইভাবে ভাইরাস বিতরনের অধিকার সরকাররে কেডা দিছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।