আমাদের কথা খুঁজে নিন

   

গাজোয়ারি সংস্কৃতির ব্লগ দিবস : হাসিব

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

ব্লগ দিবস ঘোষণা নিয়ে সামু মোটামুটি ভালোই খেইল দেখাইল! এই ১৯ ডিসেম্বরকে কেন, কী উদ্দেশ্যে ব্লগ দিবস ঘোষণা করা হলো, অধিকাংশ ব্লগারই বোধহয় সেটা জানেন না। ১৯ তারিখের মাজেজা কী তা-ও স্পষ্ট নয়।

একবার ১৬ ডিসেম্বর ব্লগ দিবস করার চেষ্টা চালিয়েছিলো- পারে নাই। সেখান থেকে পিছু হটে ১৫ ডিসেম্বরে আবার চেষ্টা করেছিলো- এবারও ব্যর্থ। শেষমেষ ১৯ তারিখে এসে ঠেকলো। সামু আবার অন্য ব্লগের কাছে চিঠি পাঠিয়ে সমর্থন আদায় করতে চেয়েছিলো। কিন্তু সাড়া পায় নাই।

আমারব্লগ তো এতে ভাঁড় দিবস বলে পাল্টা ঘোষণা দিয়েছে। মোটামুটি নিজেদের ডুগডুগি নিজেরা বাজায়া সামু 'একলা চলো রে...' নীতি অবলম্বন করে ব্লগ দিবস পালন করা শুরু করেছে। ব্লগ দিবস নিয়া এই ভাঁড়ামি উপলক্ষে সামুর সাবেক ব্লগার হাসিব তাঁর নিজস্ব ব্লগে একটা লেখা দিয়েছেন। যারা বাংলা ব্লগ দিবসের পূর্বাপর ইতিহাস জানতে চান, তারা হাসিবের লেখাটা পড়তে পারেন। গাজোয়ারি সংস্কৃতির ব্লগ দিবস : হাসিব বারো মাসে তেরো পার্বণ আয়োজনে বাঙালির সুখ্যাতি আছে আগেই ।

আগের যুগে এই পালা পার্বণগুলোর দিন কাল আচার ইত্যাদি ঠিক করতো মোল্লা-পুরুতের দল । কোথায় কবে চাঁদ, লগ্ন ইত্যাদি হলে কি করতে হবে সেটার বিধান করতেন তারা । এ মুহুর্তে পুরনো উদযাপনগুলোর মধ্যে নতুন বছরের হালখাতা ছাড়া ধর্ম থেকে নয় এরকম কোন দিন খুঁজতে ঐতিহাসিকদের দারস্থ হতে হবে । বাকি অংশটুকু পড়ুন এখানে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.