বাপের পকেট মারিয়া কত
টাকা করিতাম চুরি
প্রেমিকারে নিতাম কেএফসিতে
খাইত ভুঁড়ি ভুঁড়ি।
শপিং করবে বসুন্ধরায়
লাগবে অনেক টাকা
টাকার জন্য করতে হত
বাপের পকেট ফাঁকা।
অবশেষে যখন ধরা খাইতাম
বাপে দিত গুঁতা,
গুঁতা খাইয়া বাইর হইত
লাল নীল সুতা!
এত কিছু করি তার জন্য
সে কিছুই না করে,
একটু যদি কাছে আসি
অমনি দূরে সরে।
হঠাৎ একদিন পেল খুজে
দারুন হ্যান্ডসাম ছেলে,
টাকা দেখিয়া চলিয়া গেল
আমায় একা ফেলে।
মনের দুঃখে কান্দি আমি
সুখ যে কপালে সয়না,
আমার এক বন্ধু কইল
জিয়া উদ্যান গেলে হয়না?
রাতের বেলা জিয়া উদ্যানে
বন্ধু কইল থাম ,
এক মাইয়া হাইসা কইল
চৈতালি আমার নাম।
হাজার টাকায় যা পাইনি
২০ টাকাতেই পাইলাম
ধন্য তুমি জিয়া উদ্যান
স্বর্গে যেন আইলাম।
বাপের পকেট মারিয়া কত
টাকা করিতাম চুরি
প্রেমিকারে নিতাম কেএফসিতে
খাইত ভুঁড়ি ভুঁড়ি।
শপিং করবে বসুন্ধরায়
লাগবে অনেক টাকা
টাকার জন্য করতে হত
বাপের পকেট ফাঁকা।
অবশেষে যখন ধরা খাইতাম
বাপে দিত গুঁতা,
গুঁতা খাইয়া বাইর হইত
লাল নীল সুতা!
এত কিছু করি তার জন্য
সে কিছুই না করে,
একটু যদি কাছে আসি
অমনি দূরে সরে।
হঠাৎ একদিন পেল খুজে
দারুন হ্যান্ডসাম ছেলে,
টাকা দেখিয়া চলিয়া গেল
আমায় একা ফেলে।
মনের দুঃখে কান্দি আমি
সুখ যে কপালে সয়না,
আমার এক বন্ধু কইল
জিয়া উদ্যান গেলে হয়না?
রাতের বেলা জিয়া উদ্যানে
বন্ধু কইল থাম ,
এক মাইয়া হাইসা কইল
চৈতালি আমার নাম।
হাজার টাকায় যা পাইনি
২০ টাকাতেই পাইলাম
ধন্য তুমি জিয়া উদ্যান
স্বর্গে যেন আইলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।