আমাদের কথা খুঁজে নিন

   

সংবিগ্ন পাখিকুল(রানওয়ে জুরে)----- মহীনের ঘোড়াগুলি

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

রানওয়ে জুরে পরে আছে শুধু কেউ নেই শূন্যতা আকাশে তখন থমকিয়ে আছে মেঘ, বেদনা বিধুর রেডারের অলসতা কিনচিৎ সুখী পাখিদের সমবেগ। এমন বিশাল বন্দরে বহুকাল থামেনি আকাশ বিহরী বিমান যান এখানে ওখানে আগাছার জনজাল শূন্য ডানায় বায়োবিত গতিবেগ; এমন ছবিতে কিশোরী মানায় ভালো ফ্রকে মুখ গুজে কাঁদে চুল এলোমেলো. .।। চারণ দেখেছে এই ছবিখানি তাই হৃদয়ে জমেছে শূন্যতা উড়ু মেঘ- চারণ ভোলেনা এই ছবিখানি তাই বড় মায়া লাগে বড় তার উদ্বেগ আকাশে তখন ঝড় এসে যাবে বলে থমকিয়ে আছে মেঘ... ------------------------------------------------------ মহীনের এই গানটা কেমন যেনো একা করে দেয়. . . রাতের নিস্বব্ধ পরিবেশে সুরগুলো কেমন যেনো চেনা-অচেনা মনে হয়. . ----------------------------------------------------- গানটা হারিয়ে ফেলেছিলাম। গানের লিংকটা গতোকাল হাসান মাহবুব ভাইয়ের কাছ থেকে পেয়েছি। অশেষ ধন্যবাদ হামা ভাইকে..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।