আমাদের কথা খুঁজে নিন

   

হযরত আয়েশার(রা.) দ্বীতিয় বিয়ে ও প্রশ্ন (!!!???)



হযরত রাসুল(সা.) এর সম্মানিত স্ত্রীদের সম্মন্ধে লেখাপড়া করতে গিয়ে কোন এক ম্যাগাজিনে একটি প্রবন্ধ আমার দৃষ্টি আকর্ষণ করেছে। যা এর আগে কখনও দেখিনি বা শুনিনি। আর তা হচ্ছে এই যে, আমরা জানতাম যে রাসুল(সা.)এর সাথে বিয়ের সময় হযরত আয়েশার(রা.) বয়স ছিল ৯ থেকে ১১ বৎসরের মধ্যে। তার মানে ওটাই ছিল তার প্রথম ও শেষ বিয়ে। অবশ্য রাসুলের(সা.) মৃত্যুর পর তালহা, যুবাইর, ইয়াজিদ, ও মুয়াবিয়া প্রমূখ তার সাথে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মহান ও বিখ্যাত লেখক জনাব ইবনে সা'দ তার বই "তাবাকাতুল কুবরা" এর ৮'ম খন্ডে উল্লেখ করেছেন যে, রাসুল করিমের(সা.) সাথে বিয়ে হবার পূর্বে হযরত আয়েশার(রা.) আরও একটি বিয়ে হয়েছিল (!!!???) এবং স্বামীর নাম "যুবাইর" বলে উল্লেখ করেছেন। এ সম্মন্ধে যদি কারও কিছু জানা থাকলে জানাবেন কিছুটা হলেও আমার জ্ঞান বাড়বে। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.