আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ: The Simpsons Movie (2007), যারা এনিমেটেড মুভি পছন্দ করেননা, তাদেরও ভাল লাগবে

আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!!

হোমার সিম্পসন সপরিবারে বাস করে আমেরিকার স্প্রিংফিল্ডে। হোমার শহরের সবচেয়ে বড় স্টুপিডদের একজন, যে কোন কাজই ঠিকমত করতে পারেনা। তার ছেলেমেয়ে তাকে অপদার্থই মনে করে, তার কাজকর্মের জন্য, স্ত্রী ভালবাসে কিন্তু জানে যে হোমার বাস্তবে কোন কাজের না। স্প্রিংফিল্ড চরমভাবে পরিবেশ বিপর্যয়ের শিকার, বিশেষত এর লেকটি, কিন্তু শহরের লোকেদের এ ব্যাপারে কোন মাথাব্যাথাই নেই। হোমারের মেয়ে যখনই যায় কারো কাছে লেকে দূষণ কমানোর আবেদন সম্বলিত লিফলেট নিয়ে সবাই তার কাছ থেকে দূরে সরে যায়।

সিনেমার শুরু এভাবেই। শহরের লেকে বার্জে চড়ে কনসার্ট করতে গিয়ে গ্রিনডে ব্যান্ডের তিন সদস্যই মারা যায়, বার্জ লেকের দূষনে পচে ডুবে তাদের মৃত্যু হয়, তাও শহরের কারো হুশ হয়না। চূড়ান্ত বিপর্যয় আসন্ন দেখে সরকার তাদের হুশিয়ার করে, তখন তারা লেক মানুষের দূষন থেকে বাচানোর জন্য কোমর সমান উচু দেয়াল দিয়ে ঘিড়ে দেয়, কিন্তু ফাইনাল সর্বনাশটা ঘটায় হোমার। একদিন সে তার পোষা পিগের মলভরা একটি কন্টেইনার লেকে ফেলে দেয়, তারপর লেকের দূষন সকল মাত্রা ছাড়িয়ে যায়। একটা খরগোশ লেকে পড়ে যায়, দুষনের ফলে সেটার চোখ হয় কয়েকশ এবং আকারেও বড় হয়ে যায়।

এদিকে ইপিএ-এর (Environmental Protection Agency) চেয়ারম্যান রাজ্যের গভর্নর শোয়ার্জনিগারের কাছে আনবিলিভেবল ৫টা অপশন নিয়ে যায় স্প্রিংসিল্ডের দূষন ছড়ানো বন্ধ করতে, গভর্নর না পড়েই একটা অপশন পছন্দ করে, কারণ জনগন তাকে নির্বাচিত করেছে 'লীড' করতে, 'রিড' করতে না ! ফলশ্রুতিতে শহর ঢেকে ফেলা হয় একটা অতিকায় গোল বুলেটপ্রুফ কাচের গোলক দিয়ে। বন্দি দিনগুলো অসহ্য হয়ে উঠে সবার জন্য, এর মধ্যে ধরা পড়ে লেক ধংশ করার জন্য হোমার দায়ী। ব্যাস, সবাই হোমারকে সপরিবারে ফাসি দেয়ার জন্য ধরতে যায়, লাকিলি বেচে যায় হোমাররা, হোমারের সবচেয়ে ছোট বাচ্চাটার বুদ্ধিতে। পালিয়ে হোমার সপরিবারে চলে যায় আলাস্কায়, সুখে দিন কাটতে থাকল তার। কিন্তু একদিন হোমারের স্ত্রী আবিস্কার করে টিভিতে তাদের পুরানো শহরের মানুষদের কষ্ট।

সে ঠিক করে, মৃত্যু হলেও তারা সেখানেই চলে যাবে। কিন্তু হোমার রাজি না হওয়ায়, বাকিরা একাই রওয়ানা হয় পুরানো আবাসের দিকে। ততক্ষণে সেই চেয়ারম্যান আর শোয়ার্জনিগার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, স্প্রিংফিল্ড ধংশ করে ফেলার। একসময় হোমারের হুশ হয়, কিছুটা আধ্যাত্মিক উপায়েই যদিও। সেও অনেক ঝড় পাড়ি দিয়ে পৌছে দেখে তার পরিবারের সবাই ধরা পড়েছে।

সে প্ল্যান করে উদ্ধারের এবং সফল হয় অনেক অঘটন ঘটিয়ে............. এনিমেটেড মুভি যারা পছন্দ করেন, তার তো বটেই, যারা পছন্দ করেননা, তাদেরও ভাল লাগবে মুভিটি, খুবই মজার, হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবে। বিশেষত শোয়ার্জনিগারের ভুমিকা, হোমার এবং তার ছেলের কাজকর্ম, হাসাতে বাধ্য। সিনেমার অফিসিয়াল ট্রেইলারটি যোগ করলাম, দেখলে ভাল লাগবেই, ডাউনলোড লিংক দিচ্ছি (রিজিউম সাপোর্টসহ)। ডাউনলোড লিংক: http://www.divxcrawler.com/ (এই লিংকে মুভি কয়েকদিন পরপর চেন্জ হয়, তাই নামাতে চাইলে যত তাড়াতাড়ি নামানো যায়, ততই ভাল) বি.দ্র: এই পোস্টটা ইচ্ছা ছিল সেফ হওয়ার পরপরই পোস্ট করার, কিন্তু নানা কারণে করা হয়ে উঠেনি। একসেন্সে সেফ হওয়ার পর এটাই আমার প্রথম অন্য টপিকসের পোস্ট।

দূর্বল রিভিউ-এর জন্য মাইন্ড করবেননা প্লীজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.