আমাদের কথা খুঁজে নিন

   

আমি মুক্তিযুদ্ধ দেখিনি



আমি মুক্তিযুদ্ধ দেখিনি ... তবে মুক্তিযুদ্ধের গল্প শুনি । মুক্তিযুদ্ধের ইতিহাস বইয়ের পাতায় চোখ রাখি স্বাধীনতার বিজয়ে আমার গর্ব অন্য সবার মত করে জানি স্বাধীনতার স্বপ্ন কে । মুক্তিযুদ্ধ শব্দমালায় রক্ত স্রোতের ধারা আমার মানসপটে ছবি হয়ে ফুটে উঠে স্বাধীনতাকে ই ভালোবাসি বিজয় ভালোবাসি । । আমি মুক্তিযুদ্ধ দেখিনি ... তবে মুক্তিযোদ্ধাদের কথা শুনি তাদের আবগ অনুভূতিকে জানি আরে জানতে চাই স্বাধীনতার ৩৮ বছর শেষ হলো অর্থবহ স্বাধীনতার রূপ দেখিনে আজো বিভেদে স্বাধীনতার পতাকা ধূসর হয় যেন।

। প্রজম্ম ৭১ মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার পক্ষের শক্তি জনতার শক্তি দেশের পক্ষের শক্তি আমরা কী সবাই এই দেশের আলো বাতাসে লালিত সন্তান নই। । সত্যিই আমরা চেতনায় বল পাই তবু তা যেন না হয় বিভেদের দেওয়াল আরো শক্ত এক রাষ্ট্র সার্বভৌম একই । ।

দলাদলি দলয়ীকরণ সেই স্বাধীনতা কোথায় যেখানে নেই কোন হানাহনি ,লুটতরাজ,খুনাখুনি ছিনতাই আমি মুক্তিযুদ্ধের সেই চেতনাই খুঁজি। । শোষণ নিপীড়ন আর অনাচার অন্যায় এর বিরোদ্ধে চাষা ,মজুর,কুলি জেলে,তাঁতী কাঁধে কাঁধ অগ্রসর হয় লাল সবুজের প্রান্তে মিত্ররা উড়ায় বিমান আকাশে জমিনের ধন-রত্ন জমা করে ঢেলেছে ওপারে । । আমি মুক্তিযুদ্ধ দেখিনি... তবে মুক্তিযুদ্ধের অর্থবহ ভাষা খুঁজি যে মায়ের জন্য দীর্ঘ নয় মাস তার বুক চিড়ে ইন্ডিয়ান হাইওয়ে অল্প সময়ে কম খরচে দূরত্ব রেস হাইওয়ে শব্দটি এতেই মানায় বেশ।

। বাধে বাধে জলশূন্য এ ইচ্ছে তাই ফারাক্কা আর টিপাঁই মরুভূমির আভা দিয়ে যায় । । আমি মুক্তিযুদ্ধ দেখিনি ... তবে যুদ্ধের পদধ্বনি শুনি পড়েছি সেই কবে ভাব - সম্প্রসারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষ করা কঠিন ব্যাখ্যা যেন চোখের সামনে নতুন একটা পূর্ব তিমুর বাংলাভূমির ছেদন মন্ত্র মায়ের কান্নার শব্দ। ।

আমার চিন্তা হারিয়ে যায় ভাবনার পথ রুদ্ধ হয় আমি মুক্তিযুদ্ধ দেখিনি... তবে মুক্তিযোদ্ধা হতে ইচ্ছে করে একটা সার্বভৌম প্রভুহীন সু-নির্দিষ্ট ভূ- খন্ডকে বাঁচিয়ে রাখতে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.