আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা
আমাদের মাঝে অনেকেই ন্যাশানাল জিওগ্রাফীর অসাধারন সব প্রোগ্র্রাম দেখেন। এইসব প্রোগ্রামে অনেক শিক্ষনীয় বিষয় আছে। বিভিন্ন প্রোগ্রামে দেখানো বিভিন্ন নদী নদ পাহাড় পবর্ত বা জীবজন্তুগুলো দেখে অনেকে অবাক হয়ে যায়। আজকে আমি এইসব কিছুর ওয়ালপেপার ডাউনলোড করার পদ্দতি দেখাব। সম্প্রতি ন্যাশানাল জিওগ্রাফী কতৃপক্ষ নতুন একটি সফটওয়্যার রিলিজ করেছে যার সাহায়্যে আপনি অটোমেটিকভাবে এইসব ওয়ালপেপার ডাউনলোড করেত পারবেন ।
এই লিংক http://www.nozavi.com/scripts/ngdl.exe মাত৩৫১কেবি হতে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন । তারপর সফটওয়্যারটি ওপেন করে Start downloading wallpaper now এ ক্লিক করুন তাহলে সফটওয়্রারটি সিস্টেম ট্রেতে রানিং হয়ে ওয়ালপেপার ডাউনলোড করা শুরু করবে। ওয়ালপেপারগুলো আপনি ডেস্কটপের ফোল্ডারে দেখতে পাবেন। বর্তমানে 2007,2008,2009 এই তিন বছরের ওয়ালপেপার পাবেন । আলাদা আলাদা তিনটি ফোল্ডারে।
ওয়ালপেপার গুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই গুলো প্রফেশনাল ফটো্গ্রাফারের তোলা। সবাই ভাল থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।