আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভূবনে তুমি..........

পরবাসে....

তোমার এই হাতে আকা তোমার ই মায়ায় মাখা স্বপ্নে ভরা ওই ছবিখানি আমায় করেছে উদাসি। আমায় দাও গো আকিয়া আমার ই এই বদনখানি বায়না করে ধরেছো তুমি মনরে আমার সুনামনি। সেই প্রথম পূন দর্শনে তোমায় অবগাহন করলাম। কোন অভিমান যদি আসে ক্ষমা করি ও সমাধি পাসে শিপ্লির দুই নয়নের দোষ। কল্পনায় বানানো জগতে আমাদের সৃস্ট স্বপ্ন হয়ে রও। কথার মালা দিয়ে গাথা কঠিন শব্দের পাহাড়ে কোন এক যাযাবরের ঘরে পুথি পড়া সুনতে যাব। যাবে!! চল! তুমি ও সঙ্গে যাবে। এসআইমুরাদ০২/১২/০৯কে এল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।