আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনার ভূবনে-১

ভোরের তারা হয়ে একাকি পথ খুজি আগের মত এখন আর সেভাবে সিনেমা দেখা হয় না। তবুও সেদিন রিমোট নিয়ে নাড়া চাড়া করতে করতে একটা চ্যানেলে আটকে গেলাম। আরশাদ ওয়ার্সি এবং দিয়া মির্জা অভিনীত কি যেন একটা ছবি চলছে। ছবিটা দেখার পেছনে আমার ইন্টারেস্ট টা অবশ্য অন্য জায়গায় ছিল। গল্পটা নতুন মনে হয়েছে।

কাহিনীতে নায়ক মৃত মানুষদের দেখতে পায়। মৃত মানুষরা সব নায়কের কাছে ভীড় করতে থাকে তাদের সমস্যা সমাধান করে দেয়ার জন্য। এই সব মৃত মানুষদের নেতা হল বোমান ইরানী। এই লোকটার অভিনয় আবার আমার সব সময়ই ভাল লাগে। কাহিনী এগিয়ে যেতে থাকে, নায়ক দুই তিন জন মৃতকে সাহায্য করে।

। মৃতদের সাহায্যে এগিয়ে আসার জন্য সে সাহায্য নেয় তার এক বান্ধবীর। বান্ধবী প্রথমে বিশ্বাস না করলেও পরে করে এবং তাকে সাহায্য করে। প্রেমিকাকে তখনও সব কিছু বলা হয়নি। ওদিকে প্রেমিকা নায়ককে তার ঐ বান্ধবীর সাথে দেখে ফেলে এবং ভুল বুঝে মান অভিমান শুরু করে দেয়।

নায়ক অনেক বুঝানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই কিছু হয় না। অবশেষে ঐ বান্ধবী যায় নায়িকাকে বুঝাতে। যেটা আমাদের বাংলা সিনেমাতেও হরহামেশা ঘটে। একটা সময় বান্ধবীর কথায় নায়িকারা বুঝতে পারে যে তারা আসলে ভুল বুঝেছে। এই কাহিনীতে দেখি ঘটনা ভিন্ন।

বান্ধবী এত বুঝায় কিন্তু নায়িকা বুঝ মানে না। শেষে বান্ধবী যা বলে নায়িকারে বুঝ মানাইলো তা শুনে আমি নিজেই থ হয়ে গেলাম। বান্ধবী বলল সে ছেলে পছন্দ করে না, তার পছন্দ হলো মেয়ে। সিনেমার নায়িকা বুঝ মানলো ঠিকই কিন্তু আমি খেলাম একটা ধাক্কা। যা আমার এখনও হজম হয়নি।

একি যুগে আমরা এসে পড়েছি, নারী পুরুষের পারস্পরিক মানবিক বিশস্ত সম্পর্ক গুলো এখন কোন দিকে মোড় নিচ্ছে। তৃতীয় পক্ষ এসে যদি বলে তোমার হিরোর সাথে আমার কোন সম্পর্ক নেই, আমরা স্রেফ বন্ধু। তবুও আমরা এখন আর আমাদের পার্টনারদের বিশ্বাস করিনা, যদি বলে আমি গে বা লেসবিয়ান তবেই প্রেমিক বা প্রেমিকাকে বিশ্বাস করি। এটাই কি স্বাভাবিক নাকি আমিই পিছিয়ে আছি। ব্যতিক্রম যেমন উদাহরন হওয়া উচিত না তেমনি সিনেমার মত শক্তিশালী মাধ্যমেও আসা উচিত না।

কাহিনীর শেষটা না বললে লেখাটা অসম্পূর্ন থেকে যায়। এক সময় নায়ক নায়িকাকে সব বলে। নায়িকা বুঝতে পারে ব্যাপারটা কি, সে মনোচিকিৎসকের সাথে আলাপ করে এবং আরো অনেক ঘটনার মধ্য দিয়ে নায়ককে সুস্হ করে তোলার চেষ্টা করে। সুস্হ স্বাভাবিক হোক মানুষের চিন্তা ভাবনা আর সেই সুস্হ চিন্তার প্রকাশ ঘটুক সিনেমা গুলোতেও এই প্রত্যাশাই করি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।