আমাদের কথা খুঁজে নিন

   

দেখোতো চিনতে পারো কি না!.........



দেখোতো চিনতে পারো কি না! দুর থেকে ভেসে আসা ঘন কুয়াশার মত ধবল জোছনায়, সমুদ্র দেখেছিলাম যেদিন। ঢেউ এর মূর্ছনায় দুঃখরা ভেসে যাচ্ছিল দুর বহুদুর। কাশিপুরের পথ ঘুরে গেছে সেই কবে। নীলকান্তিপুর এর পথও ভুলে গেছি । শুধু মনে পড়ে ঘূ্র্ণিবাতাসে একদিন দুপুর জেগেছিল আমাদের সাথে! আমরা ছিলাম এই পৃথিবীর পথেই।

কাশফুল মালায় আমাদের মালাবদল। আমাদের মুগ্ধতার কাছে নতজানু হচ্ছিল বাতাস। শব্দহীন। কথাহীন। শুধু হাত দুটো ধরে কত আকাশ! কত পৃথিবী! আজ বহুদিন পর দেখা হলে।

আজো কাশফুল হাসে। জোছনার রং এ দুরে চলে যাওয়া দুঃখরা ফিরে ফিরে আসে। তোমার সাথে আর কোনদিন দেখা হবার কথা ছিলোনাতো। অথচ ঘুম এলেই স্বপ্নদেশে যাই। আর সেখানে তোমার , শুধু তোমারই সৌরভ খেলা করে।

সেই সৌরভে অভিলাষ থাকে। সেই অভিলাষে সমুদ্র থাকে। সেই সমুদ্রে আমাদের সোনালী সময় থাকে। হাতের মুঠোয় আগুন এর উত্তাপ পাই। স্মৃতির আগুন এতই পোড়ায়? দেখোতো আগুনে পোড়া সেই দু'টোহাত আজ ছুঁতে পারো কিনা! (আশাকরি ঈদ সবার ভালো গেছে।

সবার জন্য অনেক অনেক শুভকামনা) ছবি লিন্ক: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।