আমাদের কথা খুঁজে নিন

   

আমার চোখে একবার চেয়ে দেখোতো…....

আমার চোখে একবার চেয়ে দেখোতো…. তোমার আয়নার প্রয়োজন পরবেনা…. অভিমান করে কী লাভ হলো বলোতো…. সময় যে হারালো তার এক ঠিকানা…….।। ঐ সুন্দর মুখটা দেখে আমার…. সূর্য্য ওঠে…অস্ত ঢলে… রাতে ছড়ায় ভালোবাসার বানভাসী জোছনা….।। এতো চাওয়া সীমা ছাড়ায়…. যতটুকু তোমার যোগ্য করে…. আবেগে ঢাকে আলাদা করে… তোমার চাঁদ মুখের তুলোনা…………।। রক্তিম আভায় কেনো জড়ালে তবু…. উদাসী হাওয়ায় ভাসো কী একাই তুমি…. ইচ্ছে কী হয়না একটু ছুঁয়ে দেখো আমায়.. স্বপ্ন নিয়ে তো কেউ মেলেছে ডানা……. আমার চোখে একবার চেয়ে দেখোতো…. তোমার আয়নার প্রয়োজন পরবেনা…….। এমন করে কেউ তোমায় ভালোবাসবে না….. মমতার গভীরে জড়িয়ে রাখবে না…....।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.