এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
আলো আলো রং জমকালো চাঁদ ধুয়ে যায়
চেনাশোনা মুখ, চেনাশোনা হাত ছুঁয়ে যায়
ফিরে ফিরে ঘুম, ঘিরে ঘিরে গান রেখে যায়
কিছু মিছু রাত, পিছু পিছু টান ডেকে যায়
আজো আছে গোপণ......ফেরারী মন........
বেজে গেছে কখন........সেই টেলিফোন........
হু....ম.....ম.....
চেনাশোনা মুখ, জানাশোনা হাত রেখে যায়
ফিরে ফিরে ঘুম, ঘিরে ঘিরে গান ডেকে যায়
আজো আছে গোপণ......ফেরারী মন........
বেজে গেছে কখন........সেই টেলিফোন........
ছোট ছোট দিন, আলাপে রঙিন, নুড়িরই মতন
ছোট ছোট রাত, চেনা মউ তার, পলাশের বন
অগোছালো ঘর, খড়কুটোময় চিলেকোঠা কোণ
কথা ছিলো হেঁটে যাবো ছায়াপথ.......
আজো আছে গোপণ......ফেরারী মন........
বেজে গেছে কখন........সেই টেলিফোন........
কিছু মিছু রাত, পিছু পিছু টান......অবিকল
আলো আলো রং জমকালো চাঁদ.......ঝলমল
আজো আছে গোপণ......ফেরারী মন........
বেজে গেছে কখন........সেই টেলিফোন........
গুঁড়ো গুঁড়ো নীল, রং পেন্সিল, জ্যোৎস্নার জল
ঝুড়ো ঝুড়ো কাঁচ, আগুন ছোঁয়াচ ঢেকেছে আঁচল
ফুটপাথে ভিড়, জাহাজের ডাক ফিরে চলে যায়
কথা ছিলো হেঁটে যাবো ছায়াপথ.......
আজো আছে গোপণ......ফেরারী মন........
বেজে গেছে কখন........সেই টেলিফোন........
ম্যুভি: অন্তহীন
গান: ফেরারী মন
শিল্পী: শ্রেয়া ঘোষাল ও বাবুল সুপ্রিয়
ডাউনলোড লিংক: http://www.mediafire.com/?zamzzregom2
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।