আমাদের কথা খুঁজে নিন

   

নিউজিল্যান্ডের গুঁড়ো দুধ পরীক্ষা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, নিউজিল্যান্ড থেকে আমদানি করা গুঁড়ো দুধে ক্ষতিকারক কোনো উপাদান আছে কি না, তা দেখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা নজর রাখবেন। এগুলো যথাযথভাবে পরীক্ষার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কেও চিঠি দেওয়া হবে।
আজ সোমবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।
নিউজিল্যান্ডের একটি কোম্পানির গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান পাওয়ায় সম্প্রতি চীন এ ধরনের খাদ্য আমদানিতে স্থগিতাদেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মূল বক্তব্য পড়ে শোনান। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়। ২০১০ সাল থেকে বাংলাদেশে সরকারিভাবে সপ্তাহটি পালিত হচ্ছে। এবার রমজান এবং ঈদের কারণে নির্দিষ্ট সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সপ্তাহটি পালন করা সম্ভব হয়নি। ২১ আগস্ট সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানটি পালন করা হবে।

এ ছাড়া সচেতনতা তৈরির জন্য অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করা হবে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.