আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে ছবি আপলোডের নতুন টুল

নাসির খান সৈকত

ফেসবুক ছবি আপলোডের জন্য নতুন একটি টুল তৈরী করেছে। পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও ফেসবুক ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করে দেয়া হয়েছে। ছবি আপলোডের আগের টুলগুলির তুলনায় এটি অনেক বেশী কার্যকর। এর মাধ্যমে ছবি খুব সহজে ও দ্রুততার সাথে আপলোড করা যায়। বর্তমানে ফেসবুকে প্রায় ৮০০০ কোটি ছবি রয়েছে এবং প্রতি মাসে প্রায় ২০০ কোটি অতিরিক্ত ছবি যুক্ত করা হচ্ছে।

ফেসবুক থেকে পরিচালিত একটি জরিপে দেখা যায় যে ফেসবুকের টুলগুলির মধ্যে ছবি আপলোডারটি টুলটি সবথেকে বেশী কম জনপ্রিয়। এখনে বেশ কিছু বাগ রয়েছে যার ফলে ব্যবহারকরীদের প্রায় সময়ই সমস্যার সম্মুখীন হতে হয়। ফেসবুক তৈরীর সময় ছবি আপলোড করার যে টুল গুলি ব্যবহার করা হয়েছিল এতদিন পরও সেটি পরিবর্তন করা হয় নাই। তৃতীয় পক্ষের তৈরী করা একটিভ-এক্স এবং জাভা এপ্লেটর মাধ্যমে এটি পারিচালনা করা হত। ফেসবুকের নতুন সংস্করণের উপযোগী করে এই আপলোডারটি তৈরী করা হয়েছে।

এর বিশেষ একটি দিক হল ছবি আপলোড শুরু করার পর একই পেজে আপনি ফেসবুকের অন্যান্য কাজ করতে পারবেন। এটি মূলত একটি ব্রাউজার প্লাগইন যেটি জাভাস্ক্রীপ্ট এপিআই ব্যবহার করে পরিচালনা করা হয় এবং এইচটিএমএল ও সিএসএস এর মাধ্যমে ছবি আপলোডার পাতাটি তৈরী করা হয়েছে। আপলোডারটি চালু করা যাবে http://www.facebook.com/apps/application.php?id=184826119663 ঠিকানা থেকে । প্রথমবার ইনস্টলের পর নতুন কোন অ্যালবাম তৈরী বা ছবি আপলোডের সময় আপলোডারটি চালু হবে। কম্পিউটারে ফাইল ব্রাউজারের মত এখানে ছবি ব্রাউজ করার অপশন থাকবে ।

এটি ব্যবহার করে খুব দ্রুত বড় আকারের ছবি আপলোড করা যাবে। এই অ্যাপলিকেশনটি ব্যবহার করার সময় কোন সমস্যা হলে আপনি এর ডেভলপারদের জানাতে পারেন এই ঠিকানায় http://www.facebook.com/help/contact.php?show_form=new_photo_uploader

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.