আজ শাহ্ বাগ নিয়ে যে গুনজন রটাচ্ছে চারদিকে! আমাদের সবার দাবি,ইহা থেকে বাচেঁ থাকলেই পারি। যারা আন্দোলনে যাচ্ছি বিশেষ করে নারী বোনেরা তারা দিনে থাকলেই পারেন, রাতে না থেকে। বোনেরা আলাদা একটা প্লাট ফ্রমে দাড়ায়ে ও তাদের দাবি জানাতে পারতেন। এইটা আমার একান্তই নিজের মতামত। আমার বৌ কে দিতাম ওখানে যেতে যদি এমন ব্যবস্তাপনা থাকত।
আচ্ছা সবাই কি রাজাকার এর বিরুদ্ধে ক্ষেপেছেন নাকি শুধু জামাত ইসলামের বিরুদ্ধে?
জামাত ইসলাম তার কর্মের ফল পাবে এমন কি আপনি ও আমি ও পাব। কারন আল্লাহ সবাইকে তার কর্মগুনেই পুরুষ্কার দিবেন। আবার যাকে খুশি ক্ষমা করে দিবেন। এই দুনিয়াত -মাত্র কয়দিনের ভাই। এখানে বিচার এ কারসাজি হতে পারে ঐ পারে তা হবে না।
সবাই আমরা দর্য্যের সাথে লড়ি। আল্লাহর দেওয়া পথে চলি। যে যার বিশ্বাস মতে। কেননা আমরা আব্দ- আল্লাহর (আল্লাহর গোলাম)। আজ যে চলে যাচ্ছেন সে আমাদের রাজনীতির জন্য নগন্য কেহ হতে পারে কিন্তু তার পরিবারের জন্য সে যে কত বড় ইম্পুটেন্ট তার পরিবারের আহাযারি দেখলে বুঝা যায়।
আমি আপনি কেহ যেন অপমৃত্যুর স্বীকার না হই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আর বুঝার তৌফিক দান করুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।