আমাদের কথা খুঁজে নিন

   

গাড়িটি উল্টা হয়ে পড়ে আছে



আমরা ৭ জন বন্ধু মিলে গিয়েছিলাম কোন এক ভাল কাজে। তো আসার সময় টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। ৪ জন বাইসাইকেল যোগে রওয়ানা দিল। আর আমরা ৩ জন বাসে উঠলাম। বেশ নতুন বাস।

আমরা ৩জন সামনের লম্বা সিটে বসলাম। যেহেতু বৃষ্টি হচ্ছিল এজন্য যাত্রী সংখ্যা কম ছিল। প্রায় দেড় কিঃ মিঃ পথ অতিক্রম করার পরে ড্রাইভার হেলফারকে বললো যেখানে সেখানে বেল দিবি না। ব্রেক করলে দূর্ঘটনা ঘটতে পারে। এ কথা বলার পরে প্রায় ৪ কিঃ মিঃ পথ অতিক্রম করার পর একটা ষ্টপিজ থেকে ২জন যাত্রী উঠানোর সামান্য পরে ঘটনা ঘটে গেল।

সামনের দিক থেকে একটি মাছের পিকআপ আসছিল। পিকআপটাকে সামান্য সাইড দিয়ে যখন আমাদের বাস আবার রাস্তার মধ্যখানে উঠবে তখন বাসটি দেখলাম ডানদিকে চলে যাচ্ছে। গাড়ীর চালক শত চেষ্টা করেও সোজা করতে পারছে না। তখন আমি বুঝতে পারলাম কিছু একটা ঘটতে যাচ্চে। মুসলমান সেহেতু কলেমা পড়া শুরু করলাম।

একটু পরে দেখলাম গাড়িটি উল্টো হয়ে পড়ে আছে। আমি চালককে বল্লাম আপনি ষ্টার্ট বন্ধ করে চাবি নিয়ে চলে যান। অল্প সময়ের ভিতরে দেখি আশপাশের মানুষ আমাদের উদ্ধার করা তো দূরের কথা, গাড়ী ভাংচুর এবং এর আসবাব পত্র নিতে ব্যস্ত। তো আমি একা আর কি করব! আমরা অনেক কষ্ট করে বের হয়ে দেখি অনেক লোক দাড়িয়ে আছে। আমার এক বন্ধু বললো চল দাড়িয়ে লাভ নাই বাড়ীতে যাই।

আমি বল্লাম চল তাই করি। ও দেখি উল্টা দিকে হাটা শুরু করেছে। অবশ্যই গাড়িটি উল্টা হয়ে পড়েছিল। তারপর আমরা আবার উল্টা দিকে হাটা শুরু করলাম। অর্থাৎ বাড়ীর দিকে।

তো এই দূর্ঘটনায় ১ জন ঘটনাস্থলেই মারা গিয়েছিল। আর ৩ জন মারাত্নক আহত হয়েছিল। তাদেরকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমরা ৩ বন্ধু সবাই অক্ষত ছিলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।