আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান বিশ্বের সবচেয়ে দামী গাড়িটি.....

:(
যদি বলা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে দামী গাড়ি কোনটি তাহলে সবাই একবারেই যেটার নাম বলবে সেটা হল বুগাটি ভেরন ১৬.৪। গাড়িটির বর্তমান দাম €১,১০০,০০০ (£৮৯৯,০০০/$১,৫৫০,০০০)। শুধুই কি দামী অথবা কেনই বা এত দাম? চলুন তাহলে অল্প কথায় জেনে নেই এর আলোচিত ফিচার গুলো যেগুলো একে করে তুলেছে বর্তমান বিশ্বের মোস্ট এক্সপেন্সিভ সুপার কার। বেইস ফাংশন্সঃ ইঞ্জিনঃ Mid-engine, 4-wheel drive 2-door coupe Quad-turbocharged DOHC 64-valve W16, 1001 Horse Power ইঞ্জিন ডিসপ্লেসমেন্টঃ 7993 cc (488 cu in) ইঞ্জিন ফাংশনঃ টপ স্পীডঃ 408.5 km/h (253.8 mph) যা বর্তমানে বিশ্বে ২য় এক্সিলারেশনঃ ০-১০০ কিমি/ঘন্টা (৬২ mph) ২.৫ সেকেন্ডস যা বিশ্বে প্রথম ০-১৬০ কিমি/ঘন্টা (৯৯ mph) ৫.৫ সেকেন্ডস ০-২৪০ কিমি/ঘন্টা (১৪৯ mph) ৮.৬ সেকেন্ডস ০-৩২০ কিমি/ঘন্টা (১৯৯ mph) ২৪.০ সেকেন্ডস ০-৪০০ কিমি/ঘন্টা (২৪৯ mph) ৫০ সেকেন্ডস কোয়ার্টার মাইল (৪০২ m) ১০.২ সেকেন্ডস @ ২৩০ কিমি/ঘন্টা (১৪৩ মাইল/ঘন্টা) জ্বালানীঃ শহরে বা আরবান এলাকায় চললে ৮ মাইল প্রতি US গ্যলন (২৯ লি/১00 কিমি) হাইওয়েতে চললে ১৩ মাইল প্রতি US গ্যলন (১৮ লি/১০০ কিমি) টপ স্পীডে ফুয়েল কনজাম্পশন ৩ মাইল প্রতি US গ্যলন (৭৮ লি/১০০ কিমি ) ১.৪ US গ্যলন প্রতি মিনিট ম্যনুফ্যকচারঃ Bugatti Automobiles SAS মুল কোম্পানিঃ Volkswagen AG উৎপাদনঃ ২০০৫-২০০৮, ২০০ টি মুল ইঞ্জিনঃ 8.0 L quad-turbocharged W16 ট্রান্সমিশনঃ 7-speed DSG sequential হুইল্ বেইসঃ ২৭১০ মিমি (১০৭ ইঞ্চি) দৈর্ঘ্যঃ ৪৪৬২ মিমি (১৭৫.৭ ইঞ্চি) প্রস্থঃ ১৯৯৮ মিমি (৭৮.৭ ইঞ্চি) উচ্চতাঃ ১১৫৯মিমি (45.6 in) ভরঃ ১৮৮৮ কেজি (৪১৬০ পাউন্ড) ডিজাইনারঃ Hartmut Warkuss এবং Jozef Kabaň
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.