আমাদের কথা খুঁজে নিন

   

ষাঁড়ের কাণ্ড!



সম্প্রতি টম ক্রুজ এবং ক্যামেরন ডিয়াজ অভিনীত এক হলিউডি ছবিতে সাত সাতটি ষাঁড় ব্যবহার করা হয়েছিলো। ঘটনা কিন্তু ছবিতে ষাঁড় ব্যবহার নিয়ে নয়, ষাঁড়ের ব্যবহার নিয়ে। জানা গেছে, ছবির সেটে কারোর বেখেয়ালেই সম্ভবত ষাঁড়গুলো ছাড়া পেয়ে গিয়েছিলো। এরপর যা ঘটেছে তা এক ষাঁড়ের কাণ্ডই বটে। ছাড়া ষাঁড়ের গুঁতোয় এখন পর্যন্ত কমপক্ষে দুইজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

খবর মাদ্রিদ থেকে সান অনলাইনের। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভাগ্যিস সেদিনের সেই রিহার্সালে টম ক্রুজ এবং ক্যামেরন ডিয়াজ এই দুইজনের একজনও সেটে ছিলেন না! জানা গেছে, দক্ষিণ-পশ্চিম স্পেনের কাদিজ এ ‘নাইট অ্যা- ডে’ ছবিটির শ্যুটিং এ এই দুই হলিউডি তারকা পৌঁছাবেন সামনের হপ্তায়। সংবাদমাধ্যমটির বরাতে আরো জানা গেছে, যে দুজন আহত হয়েছেন তারা উভয়েই নারী। ষ-রে এই নারী প্রীতিতে অনেকে মুচকি হাসলেও বিষয়টি মারাত্মক হতে পারতো। অবশ্য আহত দু’জনের অবস্থা খুব একটা মারাত্মক নয় বলেই সংবাদমাধ্যমটি জানিয়েছে।

উল্লেখ্য, এই দুই আহত নারীর সঙ্গে ছবির কোনো সম্পর্ক আছে কীনা সেবিষয়ে সংবাদমাধ্যমটি এখনো পর্যন্ত কিছু জানায় নি। এদিকে সান অনলাইন আরো জানিয়েছে, ছবির পরিচালক জোসে লুইস এসকোলার অবশ্য জানিয়েছেন যে, কীভাবে এই ষ-রে মুক্তি ঘটেছে সেবিষয়ে তিনি কিছুই বুঝতে পারছেননা। উল্লেখ্য, ছবির শ্যুটিং শুরু হবার কথা ছিলো সোমবার। কিন্তু স্থানীয় সরকারের কর্তাব্যক্তি ইগনাসিও রোমানি জানিয়েছেন আবারো নোটিশ না দেয়া পর্যন্ত এই ছবির শ্যুটিং অনির্দিষ্টকালের জন্য মূলতুবি থাকবে। শেষ পর্যন্ত এতোকিছুর জন্য আদতে ষাঁড়কে দায়ী করা হলেও আদতে কারো অসাবধানতাই যে পশুগুলোকে সুযোগ করে দিয়েছে একথা বলাইবাহুল্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।