আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বনাথে ষাঁড়ের লড়াই প্রতিরোধে বিক্ষোভ মিছিল: সংঘর্ষের আশংকা

www.nationalnews.com.bd

(সিলেট অফিস): বিশ্বনাথে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূল্যে ষাঁড়ের লড়াই (বিছাল মাইর)-প্রতিহত করার ঘোষনা দিয়েছেন উপজেলার সর্বস্থরের আলিয়া ও কওমি মাদ্রাসাসহ এলাকার ধর্মপ্রান মুসল্লিরা। এ নিয়ে যে কোন সময় রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা দেখা দিয়েছে। আগামী ১১ জানুয়ারী উপজেলার অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামের উত্তরের মাঠে কতিপয় যুবক ষাঁড়ের লড়াইয়ের ডাক দেয়। এদিকে ওই দিনে একই স্থানে ইসলাম ও সমাজ বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি ও সর্বস্থরের ধর্মপ্রাণ মুসল্লিরা ডাক দিয়েছেন প্রতিবাদ মহাসমাবেশের।

মুসল্লিরা ষাড়ের লড়াইয়ের নামে অনৈতিক কর্মকান্ড বন্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য, সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, বিশ্বনাথ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পৃথক পৃথক স্মারকলিপি দিয়েছেন। যে কোন মূল্যে ষাঁড়ের লড়াই প্রতিরোধ করার জন্য এরই মধ্যে মুসল্লিরা উপজেলার বিভিন্ন স্থানে দফায় দফায় প্রতিবাদ সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গত শনিবার বিকেলে উপজেলা সদরে প্রতিরোধ কমিটি ও মুসল্লিয়ানদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে বাসিয়া ব্রীজে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রবীণ আলেমে দ্বীন মাওলানা কামরুল ইসলাম ছমীর মীরেরচরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামেয়া মুহাম্মদিয়ার প্রিন্সিপাল মাওলানা ছাদিকুর রহমান শ্রীমঙ্গলী, মুহাদ্দিস আল্লামা আব্দুল হান্নান তাজপুরী, জামেয়া মাদানিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক, জামেয়া মোহাম্মদিয়ার ভাইস-প্রিন্সিপাল মাওলানা নুরুল হক, শিমুলতলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাই, বিশ্বনাথ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মাহমুদুল হাসান মানিক, কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমূখ।

সভায় মুসল্লিরা বলেন,ষাড়ের লড়াইয়ের নামে ইসলাম ও সমাজবিরোধী কর্মকান্ড বন্ধ না হলে প্রয়োজনে ৪০টি মাদরাসার ছাত্র শিক্ষকসহ এলাকার মুসল্লিয়ানদের সাথে নিয়ে সারা বিশ্বনাথকে অচল করে দেওয়া হবে। এর আগে দুপুরে উপজেলার টুকেরকান্দি গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল হাকিমের বাড়িতে প্রতিরোধ কমিটির পৃথক এক সভায় আলফু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক, উপাধ্যক্ষ মাওলানা নুরুল হক, প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাই, অধ্যাপক মাহমুদুল হাসান মানিক, কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমূখ। সভায় বক্তারা বলেন যে কোন মূল্যে ষাঁড়ের লড়াই প্রতিরোধ করা হবে। ইসলাম ও সমাজ বিরোধী কার্যকলাপ বিশ্বনাথে করতে দেওয়া হবে না। সভায় ১১ জানুয়ারী ষাড়ের লড়াইয়ের স্থানে প্রতিবাদ ও মহাসমাবেশ সফল করার আহবান জানানো হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.