মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানবজমিন রইলো পতিত; ফলালে ফলতো সোনা
একটা সাইট দেখলাম, যারা গরুহাটে না গিয়ে গরু কিনতে চান তাদের জন্য :গরুর হাট
কোন ঝামেলায় না গিয়ে, বাসায় বসে দুই ঠ্যাং উপরে তুলে গরু কিনে ফেলতে চাইলে এইটা খুবি ভালো ব্যবস্হা। তয় গরুর হাটে মানুষের সাথে ঢুষোঢুষি করে, গোবরে পা ভালোমতো মাখায় নিয়ে, গরুর গুতা খেয়ে, গরুকে থাবড়া মেরে, কয়েক ঘন্টা দর কষাকষি করে, মানুষের হাজারটা প্রশ্নের ঠেলা পার হয়ে, গরুকে দড়ি ধরে টানতে টানতে বাসায় নিয়ে আসার মজা যারা পেতে চান তাদের জন্য এই সাইট না।
ইয়ে, মানে....এখানে ছাগল ও পাওয়া যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।