আমাদের কথা খুঁজে নিন

   

এক মুঠো খাবারের সন্ধানে

অকবি @অ-কাজের কবি

বিদগ্ধ পেটের যন্ত্রণায় এক মুঠো খাবারের সন্ধানে অনাহারী কিশোর, টোকাইরা। মাটি আকঁড়ায় কিংবা ডাষ্টবিন বাড়ী ছেড়ে, দূরে.. বহুদূরে.. এবং রাজপথে। কখনও বা পরিণত বয়সী যুবকের কষ্টখানি তুলে নেয় ছোট্র কচি কাধেঁ এক মুঠো খাবারের আশায়। কখনও বা ফসল তুলার সময় দিনের পর দিন কেটে যায় এ বাড়ী থেকে ওবাড়ী দুপুরের উত্তপ্ত রোদে ধান কাটে কিংবা মাড়াই করে বিস্তীর্ণ খোলা মাঠে এবং বাড়ীর আঙ্গিনায়। ফসল কাটতে গিয়ে... কাস্ত গুলি যখন তেতে লাল হয়ে উঠে অথবা ফুসকা পড়ে হাতের তালুতে একের পর এক..। তেমন একটা রোদে পুড়া দিনে রেল ষ্টেশনের দিকে ছুটে এবং ছুটে.. বাড়ী ফেরার স্বাধে, স্বপ্নীল আশায়...। ----------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।