আমাদের কথা খুঁজে নিন

   

রাতদুপুরে



অনেক রাতে সবাই ঘুম, কোমল হাতে খেতে চুম, চাঁদের খুকী তোমার ঘরে, দিচ্ছে উঁকি রাত-দুপুরে - পর্দা জুড়ে আসছে উড়ে, শান্তি ছাওয়া মিষ্টি হাওয়া, নিজেই দুলে তোমার চুলে, নরম সুরে রাত-দুপুরে - বাসছে ভালো জোনাক পোকা, জ্বালতে আলো থোকা থোকা, একটা আসে জানলা ফুড়ে, তোমার পাশে রাত দুপুরে- আড্ডা ভুলে ক্ষানিক দূরে, দু'চোখ খুলে তোমার দ্বোরে, দেয় পাহারা এক কুকুরে, ছন্নছাড়া রাত দুপুরে - চাঁদের খুকী চুপিসারে, দিচ্ছে উকি তোমার ঘরে। মিষ্টি হাওয়া যাচ্ছে দুলে, খুঁজে পাওয়া রেশমী চুলে। জোনাক পোকা ভালোই বাসে, থাকতে একা তোমার পাশে। ছন্নছাড়া পাগল কবি, শূন্যে আঁকে তোমার ছবি, স্বপ্ন ঘুরে হৃদয় জুড়ে রাত দুপুরে- রাত দুপুরে ....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।