আহসান জামান
৩.
তোমার হাতে দিয়ে গেলাম পলিমাটি;
ব্যর্থতায় ভরেছি বুকপকেট,
স্নানে ধুয়ে গেছে স্বপ্নসম্ভার;
একেলা আমি পড়ে আছি স্থবিরতা খোলসে।
তোমার হাতে দিয়ে গেলাম পলিমাটি;
একটু আগে চলে গেছে ট্রেন, পড়ে আছে
তার বিষণ্নধ্বনির শেষভাগ।
রোদ্দুরে পুঁড়ছে পিঠের কোমল রেখা;
আজও অপেক্ষা করি বলে, রোজ
উপেক্ষাবার্তার চাদরমুড়ে সন্ধ্যা নামে ঘরে।
তোমার হাতে দিয়ে গেলাম পলিমাটি;
ভাঙো-গড়ো ইচ্ছেমত, এইতো অবিরত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।