আহসান জামান
১.
হাত বাড়ালেই ধরা যেতো
তোমার হাত, শাড়ীর আঁচল;
ঝর্ণাজলে পা ডুবিয়ে বসা যেতো একবিকেলে।
অচেনা পথে হাঁটতে হাঁটতে
অনায়াসে ছোঁয়া যেতো
তোমার হাতের আঙুলগুলো, খুব গোপনে।
হাত বাড়ালেই ধরা যেতো
ছায়ার মানুষ মনের ভিতর।
কূয়োতলায় বালতিজলে মুখোচ্ছবি আঁকাবাকাঁ
দু'চোখ ভরে দেখা যেতো সারাদুপুর।
হাত বাড়ালেই ধরা যেতো অনেককিছু
কেবল তুমি ফসকে গেছো ইচ্ছে করেই, অবহেলায়।
২.
রোজ ভেঙে যায় কাঁকের কলস
গায়ের বসন ভিজতে যে চায় অবিরত;
তৃর্ষ্ণাকাতর, ঘুম চোখেতে কাঁধে মাথা রেখেই বলে
ক্লান্ত শহর একলা ডাকে।
রোজ ডেকে যায় ফেরীওলা
চূঁড়ি, ফিতে, কানের পাশা
আলতা পায়ের স্বপ্নচোখে; উড়ে বসে সর্বনাশা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।