আমাদের কথা খুঁজে নিন

   

আমি কেঁদেছিলাম লিখাটা পড়ে......।

কিছু দিন আগে ও এই পোস্টটি করা হয়ে ছিল কিন্তু এই পোস্টটা বার বার আমার পরতে ইচ্চে করে তাই আমি আবার ও আপনাদের সাথে শেয়ার করলাম... কিছুদিন আগে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ‘র আইল্যান্ডে কে কারা একটি নবজাতকের লাশ ফেলে যায়। সে নবজাতকের লাশকে ঘিরে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। এখন এই নবজাতকের লাশটা যদি প্রশ্ন করেঃ~ দশ মাস দশ দিন পরে, ... জন্ম নেবো তোমার ঘরে, মাগো! কি দোষ আমার, একলা ফেলে... কোথায় তুমি ভাগো..?! ... বাপের ১০ মিনিটের সুখ, তোমার ১০ মাসের এক বোঝা, সস্তা প্রেমের পরিণতি.. এতোটাই কি সোজা..!? কি পাপ আমার, আমারে ক্যান জলে ফেল্লি মা? নর্দমাতে ডুবি আমি, সাতাঁর জানি না..! নাভিটাও কাটলিনা মা! তুই যে বড়ই অলস! "নাড়ি ছেঁড়া ধন" আমি তোর.. ক্যামনে এটা বলোশ..!? মাগো..!! সমাজ ভয়ে হয়তো আমায়, রাখলি নিচে নামায়..!! ১০ মিনিটের সুখের লাইগা, আর মারিশ না আমায়!!!! .............কারো বিবেক কে নাড়া দিয়ে থাকলে লাইক,কমেন্ট মাস্ট!!!!!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।