আমাদের কথা খুঁজে নিন

   

মেঘদলের "শহরবন্দি" এলবাম.......... শহরবন্দি, ঠিক ঠাক এবং পাথুরে দেবী

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

"তুমি গাইতেই পারো গান এই সুবর্ণ নগরে. . . ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন অদরকারে। [গানের শিরোনাম: শহরবন্দি] ............................................. ............................................. ............................................. ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পারো ভুলে যেতে পারো চাইলেই বার বার। "----- কথা: শিবু কুমার শীল [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] ‍‍‍‍‍‍‍‍‍!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! "সব ঠিকঠাক যখন বলো ওলট পালট সব হয়ে যায় এলোমেলো সব হয়ে যায় সব ঠিক ঠাক. . . . [গানের শিরোনাম: ঠিক ঠাক] সব ঠিক ঠাকের এই শহরে উঁচু নিচু আঁকা সব দেয়ালে নাগরিক সব ফুল ফুটে থাক। ............................................. ............................................. ............................................ সব ঠিক ঠাক............"-------- কথা: মেজবাউর রহমান সুমন [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] ‍‍‍‍‍‍‍‍‍!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! "পাথুরে দেবীর পাতার পাখনা গায়ে স্নানের জলে নিহত অগ্নিমাছ. . . . . [গানের শিরোনাম: পাথুরে দেবী] ............................................. ............................................. ............................................. আনমনা লোকটা, এখনো দাড়িয়ে একা রোজকার রেলগাড়ি রেলগাড়ি বিকেল. . . . ............................................. ............................................. ............................................. সিলিং এ ঝুলছে রূপবতী লাশ মহাশূন্যের মতো একা শহরে আজো বৃষ্টি হবেনা তাই কাঁচ পোকাদের নেই দেখা. . . জলজ ঘ্রাণের নুন অনেকটা প্রাচীন খোলসের মতো আছে পরে করোটির ভেতরে জমাট অন্ধকার অক্ষরগুলো শুধু ওড়ে. . . . . ."----- কথা: শিবু কুমার শীল ------------------------------------------------------------ ------------------------------------------------------------ অনেকদিন ধরেই ভাবছি মেঘদলের "শহরবন্দি" এলবামটা নিয়ে একটা পোষ্ট দিবো। কিন্তু দেয়া হচ্ছিলো না! অনেকদিন ধরেই ভাবছিলাম একটা মন্তব্য করবো সেই ভাইয়ের পোষ্ট এ যিনি "শহরবন্দি'র" সবগুলো গানের লিরিক্স দিয়েছিলেন।

সেই ভাইয়ের পোষ্টটা হারিয়ে ফেলেছি। খুব মিস করছি সেই পোষ্টটা!! কারো যদি লিংকটা জানা থাকে তবে আশারাখি এখানে অবশ্যই দিবেন। ----------------------------------------------------------- যারা এখনো এলবামটা কিনেননি তারা চট করে কিনে ফেলুন। সম্ভবত টাকাটা বৃথা যাবেনা! অ্যালবামের গানগুলো সুর অসাধারণ লেগেছে আমার কাছে। কয়েকটা গানের মিউজিক এতো সফট্, সত্যিই ভালো লাগার মতো।

এলবামটা যদি কালেকশন এ পেয়েও যান তবুও কিনুন যদি মেঘদলকে ভালো লেগে থাকে, যদি মেঘদলের গান ভালো লেগে থাকে. . . আমাদের ভালো লাগা গানগুলোর এলবাম আমাদের কেনা উচিৎ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।