মেঘদলের গান...রঙ্গীন ফেরেশতা উড়ে বসে ভাবনায় (১)মন গেছে মেঘের বাড়িতে আকাশ দিয়েছে ডুব মাতাল তারা রাতের সাথে হেসেই হবে খুন... চাঁদের ব্লেডে যাচ্ছে কেটে মুহুর্ত মুহুর্ত রঙ্গীন ফেরেশতা উড়ে বসে ভাবনায়... (২)কুমারি বন্ধ চোখে ভাবো আকাশ তোমার আঁচল তোমার চোখের নদীতে বৃষ্টির যত গান নীরবতার অপর পাড়ে মুখর কলতান তবে সেই অস্থিরতায় আমি তোমাকে প্রেমের আগে তোমার প্রেমকে ভালোবাসি... (৩)তোমার আমার যৌথ ডানার আকাশ আর কিছু অবিনাশী গান হ্যালোজেন রোদ চিলতে বারান্দায় টিকটিকি তাই বলছে ভবিষ্যত পলিথিনমোড়া আকাশ দিয়েছে ডুব তোমরা রয়েছো যার যার জানালায় তোমার আমার যৌথ শামুকবাস আর কিছু অবিনাশী গান... (৪) শুন্যতার শোকসভা, শুন্যতার যতো গান-দিলাম তোমার মুকুটে, আমার যতো অভিমান...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।