আমাদের কথা খুঁজে নিন

   

সিগেরেট কেন ছাড়তে চাই না (আবারো রিপোস্ট)

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com
আজকে বেশ কিছুক্ষণ গুগলে সিগেরেট নিয়ে ভালো হয় দিয়ে বিশাল সার্চ করলাম। সিগেরেটের পক্ষে আসলে কিছুই পেলাম না। বেশ আশ্চর্যই লাগলো। কিন্তু আমি সিগেরেট ছাড়া নিজে কিছুই ভাবতে পারিনা।

সকাল হতেই সিগেরেটের চুমু ছাড়া কোন ভাবেই দিন শুরু হয়না। সিগেরেট কেন ছাড়তে ছাড়তে ছাড়া হয় না, ১। আমি ধার্মিক টাইপ মানুষ না। তবে, নাস্তিকও নই। ধর্মের সব কথা পুরোপুরি মেনে চলি বলাটাও ভুল হবে।

তবে, আশ্চর্য হলেও সত্য কোন ধর্মেই সিগেরেট খাওয়াকে সরাসরি মানা করা হয় নাই। মদ নিয়ে বিভিন্ন ধর্মে মাতামাতি থাকলেও সিগেরেট নিয়ে কোন কথাই নেই। তাহলে, সিগেরেট খাওয়া তো কোন পাপ নয়। ২। ইয়াবা খারাপ, মদ খারাপ, সিগেরেট খারাপ, ড্রাগকে না বলো ইত্যাদি সব কথা সবাইকে বলতে শুনা যায়।

সরকারীভাবে মোটামোটি সব নেশা জাতীয় বস্তুকে ব্যান করা হলেও সিগেরেটকে কেন করা হয়নি? ৩। ফুসফুসসহ শরীরের বিভিন্ন ধরণের অংগ প্রতংগের ক্ষতির কারণ সিগেরেট, ডাক্তার রা বলে। তাহলে, কিছু কিছু ডাক্তারদের সিগেরেট খেতে দেখা যায় কেন? ৪। ক্যান্সারসহ বিভিন্ন রোগের কারণ হিসেবে সিগেরেটকে দায়ী করা হয়। তাহলে, কেন বলা হয়, ক্যান্সারের সুস্পষ্ট কারণ জানা যায় না? ৫।

তাছাড়া, সকাল বেলায় সিগেরেট ছাড়া পেট পরিস্কারভাবে পরিস্কার করা যায় না। খাবার পরে, সিগেরেটের ধোঁয়া খাবারের রুচি বাড়ায়। হজমে সহায়তা করে। কম্পিউটারে কাজ করতে করতে যখন চোঁখ জ্বালা করে, তখন চায়ের বা কফির সংগে সিগেরেটের সুখ টানের মজাই আলাদা। আমার বিয়ের এক বছরে বৌয়ের চোপা পেটানো শুনতে শুনতে কান্ত।

"তুমি সিগেরেট না আমার মাথা খাও"। বিশ্বাস করুন, সেই সময়ে সিগেরেটের টেস্টাই ডিফরেন্ট লাগে। ছোট এই জীবনে সিগেরেটের চেয়ে এত বড়ো, সস্তা ও সম্মানীয় এন্টারটেইনমেন্ট আর কোথায় পাওয়া যায়। সিগেরেট জিন্দাবাদ।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।