কয়েকটা নিক সুলেমানি ব্যান, কয়েকটা নিক ওয়াচে আছে। তাই নতুন একটা নিক খুলতে হল। আমি কৈলাম পুরান পাপী, তাই খেয়াল কৈরা.....
সিগেরেটের দাম বাড়ছে, পাগলা ঘোড়ার মত দৌড়াচ্ছে... প্রতিবছরই বাড়ানো হচ্ছে। ধুমপানের প্রতি বিরুপ মনোভাব সৃষ্টি করতে অথবা ধুমপানের প্রতি নিরাসক্তি আনতেই সিগেরেটের মুল্য বৃদ্ধি করা হয়। কিন্তু একবারও কি দেশের পলিসি মেকাররা খবর নিয়ে দেখেছেন দেশের কত পার্সেন্ট মানুষ ধুমপায়ী ? মুল্য বৃদ্ধির ফলে ধুমপায়ীর সংখ্যা কমেছে কি না ? না, এ সংখ্যা টা প্রতিবছরই বাড়ছে, এবং অতি দ্রুত বাড়ছে।
যেই বাংলাদেশে হাত বাড়ালেই গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডাইল, বিদিশি মদ পাওয়া যায়, এমনকি প্রকাশ্যেই বেচাকোনা হয় সেখানে সিগেরেটের মুল্য বৃদ্ধি করে কি লাভ হবে ?
ধুমপানের শুরুটা হয় ক্লাস নাইন থেকে ইন্টারমিডিয়ের মধ্যে। তো সরকারের উচিত এই নিদ্দিষ্ট উঠতি বয়সের চেলেমেয়েদের প্রতি নজর দেয়া, তারা যেন কোন ভাবেই সিগেরেটের প্রতি আসক্ত না হয় তার ব্যবস্থা করা, সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু আমরা দেখছি কি ?
আগের কালে নেশার শুরুটা হত বিড়ি অথবা সিগেরেট দিয়ে,তার পর ধাপে ধাপে গাঁজা, মদ...... ইত্যাদি আর এখনকার পোলাপাইন নেশার শুরুটা করে ইয়াবা দিয়ে। রাজনৈতিক সমর্থন ও প্রশাসনের সহায়তায় মাদক দ্রব্য ঘরে ঘরে পৌছে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে । তো স্বাস্থ্য সচেতনতা তখন কোথায় থাকে ?
আর যারা ধুমপানে অভ্যস্থ তাদের দিক টাও তো বিবেচনা করতে হবে।
আগে যে ব্যক্তি বেনসন খেত, অস্বাভাবিক মুল্য বৃদ্ধির কারনে তিনি এখন কেপস্টেন খাচ্ছেন, খেতে বাধ্য হচ্ছেন , এভাবে পর্যায়ক্রমে সবাই নিচে নামছে, কিন্তু ধুমপান ছাড়ছেন না, কিংবা ছাড়তে পারছেন না, তাতে সেই ব্যক্তি আরো স্বাস্থ্য ঝুকির মধ্যে পড়ছেন কমদামি সিগেরেট খাওয়ার জন্য।
একজন ধুমপায়ী ব্যক্তিকে তিলে তিলে অর্থনৈতিক ভাবে প্রতিবন্ধী বানানোর অধিকার সরকারকে কে দিয়েছে ?
সিগেরেটের দাম বৃদ্ধি নিয়ে কোন পোস্ট দেয়া যাবেনা , তাহলে আপনি মাদকদ্রব্য কে প্রোমেট করছেন, কোন শুশিল মুখ খুলবেন না কারন তা তার কেরিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে । কিন্তু একবারও কি চিন্তা করে দেখেছেন প্রতিবছর দাম বৃদ্ধির নামে কত হাজার কোটি টাকা ধুমপায়ীদের গচ্ছা দিতে হচ্ছে ? একজন রিক্সাচালক কি সেই গচ্ছা দিতে সমর্থ অথবা কোন ভার্সিটি স্টুডেন্ট যিনি ধুমপানে অভ্যস্থ তিনি কি পরিমান অসহায়।
দাম বৃদ্ধি কোন সমাধান নয়, এটা একজন ধুমপায়ী মানুষের উপর অভিশাপের বোঝার মত ঝোলে থাকে। তিনি না পারবেন ধুমপান ছাড়তে , না পারবেন এই অস্বাভাবিক মুল্য এফোর্ড করতে।
বিষয়টি পুন:বিবেচনার জন্য সরকারকে অনুরোধ করছি।
অতপর কয়েকটি ধুমপান বিষয়ক উক্তি :
## সিগেরেট বিহীন জীবন আর বউ বিহীন বাসর রাত ; একই মনে হয়।
## "সিগারেট অভ্যাস নয় এটা একটা দর্শন!"
## জীবনটা হচ্ছে সিগারেট,
ইচ্ছেগুলো ধোঁয়া
আর স্বপ্নগুলো ছাই।
## সিগারেট এ ঠোট পুরে .. ফুসফুস পুড়ে সবাই দেখে, কিন্তু আমার মন কতটা পুরলো কেউ দেখে না' –
## সিগারেটের শেষ টান আর কোনো নারীর ঠোটে চুমু খাওয়া নাকি একই কথা । কারন-শেষ টান দেয়ার পর আবার ও সিগারেট ধরানোর জন্য অস্থিরতা কাজ করে , তেমনি নারীর ঠোটের স্পর্শ পাওয়ার পর সেটা পাওয়ার জন্য আকুলতা কাজ করে।
।
## "প্রেম হলো সিগারেটের মত যার আরম্ভ অগ্নি দিয়ে,
আর পরিণতি ছাইয়ে"।
-প্রখ্যাত বৈজ্ঞানিক ও দার্শনিক বার্নার্ডশ।
## "সিগারেট হচ্ছে সেই মায়াবতী বউ যে কখনো বাপের বাড়ি যায় না"
-নেমেসিস
## "স্বর্গে যদি ধূমপানের ব্যবস্থা না থাকে তবে আমি সেখানেও যাবো না। "
-মার্ক টোয়েন
## "আমাকে যদি সিগারেট ও নারীর মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে বলা হয় আমি সব সময় সিগারেটকেই বেছে নিব।
"
-জি মার্ক্স
উপরোক্ত উক্তি গুলোর প্রথমটি আমার নিজের ফিলোসফি, বাকিগুলো কালেক্টেড। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।