অকাট মূর্খ যাকে বলে আমি তাই।সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা।পোড়া কপাল!!
আজ সঞ্জীব চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।তার পরিচয় নতুন করে দেবার মনে হয়না কিছু আছে।অনেক অনেক শ্রদ্ধা তার এই প্রয়াণ দিবসে।
আমি তোমাকেই বলে দেব
কী যে একা দীর্ঘরাত
আমি হেঁটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রঙ
ছুঁয়ে জোছনার ছায়া
ছুঁয়ে কান্নার রঙ
ছুঁয়ে জোছনার ছায়া
আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা না জানে আড়াল
আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা না জানে আড়াল
জানি কান্নার রঙ
জানি জোছনার ছায়া
জানি কান্নার রঙ
জানি জোছনার ছায়া
তবে এই হোক তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবন্য হৃদয়ের শ্রাবন
তবে এই হোক তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবন্য হৃদয়ের শ্রাবন
তুমি কান্নার রঙ
তুমি জোসনার ছায়া
তুমি কান্নার রঙ
তুমি জোছনার ছায়া
আমি তোমাকেই বলে দেব
কী যে একা দীর্ঘরাত
আমি হেঁটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রং
ছুঁয়ে জোছনার ছায়া
ছুঁয়ে কান্নার রঙ
ছুঁয়ে জোছনার ছায়া
গানটির ডাউনলোড লিঙ্কঃএখানে খুঁজে দেখুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।