আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে তখন আমি অনার্স ফাস্ট ইয়ারে পড়ি । খুব কনসার্ট পাগল ছিলাম এবং এমন কি একটা কনসার্ট ও আমার মিস যেত না ।
ঠিক তখনকার কথা আমি খুব সঞ্জীব - বাপ্পা ভক্ত ছিলাম । তাদের কনসার্টে আমি তো থাকতামই বরং তাদের সাথে স্টেজের পেছনে গিয়ে দেখা ও করতাম ।
আমি ঢাকার সিদ্দেশরী কলেজে ইন্টার পড়ার সময় তাদের কে ফলো করতাম কারন আমাদের কলেজের পাশে তাদের প্র্যাকটিস স্টুডিও ছিল ।
তখন ও এই বাপ্পা – সঞ্জীব দা এত পপুলার ছিল না । তখন থেকে আমি তাদের গানের অডিও এল্ব্যাম সংগ্রহ করি এবং তাদের গান শুনি , এভাবেই তাদের কে ভালোবেসে ফেলি ।
আমার একটা অটোগ্রাফের ডায়েরী আছে , সেখানে বাংলাদেশের বিভিন্ন সঙ্গীত শিল্পী দের অটোগ্রাফ রয়েছে । ওনাদের সাথে যত বার ই কনসার্টে দেখা হতো তত বার ই অটোগ্রাফ নিতাম । কিন্তু উনি কখনো বিরক্ত হতেন না ।
আমাকে দেয়া তার অটোগ্রাফ –
তার সাথে তোলা আমার ছবি -
তার এই অকাল মৃত্যু আমাকে সব সময় ই কস্ট দেয় , মনে করিয়ে দেয় তার কথা ।
তাকে এবং তার গান কে অনেক বেশী ভালবাসতাম এবং ভালোবাসি । এমন একজন ক্রিয়েটিভ শিল্পী আবার এই বাংলাতে জন্মাবে কিনা সন্দেহ আছে ।
অসম্ভব সুন্দর সুন্দর গানের স্রস্টা তিনি । যা শুনলে মনটা ভরে যায় ।
চাইলে নিচের লিঙ্ক থেকে কিছু গান ডাউনলোড করতে পারেন ।
View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।