হঠাৎ শুন্যতা ...................
আমি যখন স্কুলে ভর্তী হই তখন এরশাদ চাচার রাজত্ব...তখন স্কুল পাঠ্যক্রমে ইতিহাস বইটা দেখতাম লিবারেল (!) জাতীর জনক-স্বাধিনতা ঘোষক-চার নেতার তথ্য লিবারেল (!) ভাবেই প্রকাশ হত। কিন্তু কখনোই বিষদ ভাবে লেখা হয় নি। কিন্তু এর পর যেই সরকার-ই এলেন মোটামোটি ইতিহাসের দিগন্তে তাদের সরব এবং একমাত্র উপস্থিতী আমাদের দেখাতে লাগলেন। তাই ইতিহাস বিষয় টি আমার কাছে ইতিহাস হয়েই রইলো এবং তালকানার গোলক ধাঁ ধাঁ হয়ে রইলো। তাই আমি সিদ্ধান্ত নিলাম হাতী দেখিলে হাতী বলিব...নচেত নয়।
ইতিহাসের মৌলিকত্ব যাচায়ে তাই নিজের সৃষ্ট গানিতিক ফর্মুলা প্রয়োগ করতে লাগলাম...মানে কমন ফাইন্ডিং। বি.এ.এল ইতিহাসবিদের ইতিহাস...বি.এন.পি ইতিহাসবিদের ইতিহাস...জামাত ইতিহাসবিদের ইতিহাস...জা.পা. ইতিহাসবিদের ইতিহাস...ইত্যাদী...সব মিলিয়ে যা কমন পড়ে তাই ঘটেছিলো বলে ধরে নেই। তাতেও রক্ষা নাই... গাছের চেয়ে আগাছা বেশি।
যা হোক হাতী দর্শন সুত্র মতে কিছু ঘটনার বিশ্বাস যোগ্যাতা নিয়ে প্রশ্ন নাই। তার মধ্যে মুজিব হত্যা-চার নেতা হত্যা-জীয়া হত্যা আরো কিছু রাজনৈতিক হত্যা অন্যত্তম।
সাথে রয়েছে রাজাকার চিহ্নিত করন। আমার হাতি দর্শন ও কমন ফাইন্ডিং সুত্র মতে এই সকল বিষয়ে যদি আমি নিজেই এক খানা বিশ্বাস যোগ্যতায় পৌছাতে পারি...দেশের বিশিষ্ট ব্যাক্তিরা আরও সহজে পারবে...তাই এক খানা বিচারের শেষ যখন হলই আশা করি বাকি গুলোও হবে।
তবে বিচার শেষ মানেই আনন্দে বাক-বাকুম হইলে চলবে না... শাস্তি প্রদানও নিশ্চিত কতে হবে...কারন স্বাধিনতার পর থেকে বাক-বাকুম করে অনেক সম্ভাবনার অকাল প্রয়ান আমরা ঘটিয়েছি...আর নয় এবার লুঙ্গির কাছা বাধিতেই হইবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।